আমায় তুমি রেখো মাগো বুকেরই ভিতরে
পরান আমার ভরে দিও তোমারই আদরে
তোমার আলোয় জগত দেখে তোমার আদর সোহাগ মেখে
বেঁচে আছি স্বর্গ সুখে আমি
তোমার মুখের মধুর বানী জুড়ায় আমার পরাণখানি
মাগো তুমি হীরার চেয়ে দামী
তোমার বুকে মাথা রেখে বাঁচব জনমভরে
আমায় তুমি রেখো মাগো বুকেরই ভিতরে
তোমার মাটির শ্যামল ছায়া তোমার জলের মধুর মায়া
এ জগতে কোথায় পাব বল
তোমার রূপে নয়ন ভরে তোমার ছবি বুকে ধরে
দু’চোখ আমার জলে ছলছল
একদিন ধুলি হয়ে মিশে যাব তোমারই অন্তরে
আমায় তুমি রেখো মাগো বুকেরই ভিতরে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




