
ডাঃ ডেভিড লিভিংষ্টোন এর ভাষ্কর্য
দেশটির নাম জাম্বিয়া, শহরটি লিভিংষ্টোন। স্কটল্যান্ড -এর একজন স্বেচ্ছাসেবি ডাক্তার, যিনি জাম্বিয়া এসে সে দেশের উপজাতিদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন তার জীবনের সবটুকু সময়। সেই জনদরদি ডাক্তারের নাম ডেভিড লিভিংষ্টোন। জাম্বিয়াবা্সী তারই সম্মানে, তার নামানুসারে শহরটির নাম রেখেছেন লিভিংষ্টোন। তার ভাস্কর্য তৈরী করে রেখেছেন সেই শহরে। সেই শহরেই পৃথিবী বিখ্যাত জলপ্রপাত ভিক্টোরীয়া অবস্থিত। অবশ্য ভিক্টোরীয়া জলপ্রপাত আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশের উপর দিয়েই বয়ে চলেছে। তার মধ্যে জাম্বিয়া একটি দেশ। ভিক্টোরীয়া জলপ্রপাত বিশ্ব ঐতিহ্য ( ওয়ার্ল্ড হেরিটেজ)।
অতিব দঃখের সঙ্গে জানাচ্ছি, আমার জাম্বিয়া যাওয়া হয়নি এখনও। কর্তা আছেন জাম্বিয়াতে বছর খানেক হয়। তিনি ভিক্টোরীয়া জলপ্রপাতের কিছু ছবি পাঠিয়েছেন। এখন ভিক্টোরীয়া জলপ্রপাত জীর্ণ শীর্ণ। ওখানে বর্ষাকাল থাকবে ফেব্রুয়ারী, মার্চ, এপ্রিল জুড়ে। তাই এখন এই শীর্ণকায় জলপ্রপাতের ছবিই দেখি আমরা!!

জীর্ণ শীর্ণ ভিক্টোরীয়া জলপ্রপাত

পর্যটকদের দেখার সুবিধার্থে এমন রাস্তা সহ রেলিং করা আছে








ভিউপয়েন্টগুলোতে এমন ছবি তোলা হয়, বহু প্রফেশনাল ক্যামেরাম্যন অপেক্ষায় আছে আপনার ছবি তুলে দেবার জন্য। আশে পাশে বিভিন্ন দোখানে জলপ্রপাতের ছবি্র সিডিও বিক্রি করা হয়! সবার ভাগ্যেইতো আর প্রমত্তা ভিক্টোরীয়া দেখা হয় না! যেমন আমি!!

জামবেজী নদী বয়ে চলেছে ব্রীজের নিচে দিয়ে। এপারে জাম্বিয়া আর নদীর
ওপারে জিম্বাবুয়ে।


এবার আমরা গুগোল মামুর কাছে থেকে ধার করা প্রমোত্তা ভিক্টোরীয়া জলপ্রপাতের ছবি দেখে নয়ন জুরাই!!







ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




