আমাদের সাংসদের জন্য গাড়ী কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।আর এজন্য ৪০০ কোটি টাকা ভূর্তুকি দিতে হবে সরকারকে।
বর্তমান সংসদে ১৪২ জন আছেন কোটিপতি।বাকীরাও প্রায় কোটিপতি।একজন মহিলা সাংসদ এরশাদকে ১২ কোটি টাকা দিয়ে সাংসদ হয়ছেন এমন গুজব শুনা যায়।আওয়ামিলীগ তাকে সাংসদ করেনি এই জাল মিটিয়েছেন টাকা দিয়ে সাংসদ হয়ে।সংসদে টাকাওলারাই যায় বলে আমরা জানি।
এবার শীতে মানুষের কি অবর্ননীয় কষ্ট হয়েছে তা আমরা জানি।একবার ভাবুন এই ৪০০ কোটি টাকা দিয়ে প্রতিটি ২০০ টাকা দরে ২ কোটি শীত বস্ত্র কেনা যেত।আমার মনে হয় তাহলে খুব কম মানুষকেই শিতে কষ্ট করতে হতো।
৪০০ কোটি টাকা দিয়ে ১০০০ টাকায় প্রতি মণ হিসেবে ৪০ লক্ষ মণ চাল কেনা যেত।তাতে মঙ্গাপীড়িত এলাকায় অন্তত ২ বছরের চাল যোগান দেওয়া যেত।
আর ৪০০ কোটি টাকা উতপাদনখাতে ব্যায় করল কমপক্ষে ৫০ হাজার লোকের স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করা যেত।
সাধারন মানুষ যেখানে ২০০ ভাগ ট্যাক্স দিয়ে গাড়ী কিনেন সেখানে সাংসদদের কেন জনগনের টাকায় ভূর্তুকি দিয়ে গাড়ী দিতে হবে।একদিকে জমছে অগাধ সম্পদ আর অন্যদিকে ভুখা আর নাঙ্গাদের মিছিল।আমরা এসব দেখব আর ঈশ্বরের মতই মুচকি হেসে দিন পার করে দেব।আরেকটা কাজ করব তা হলো পাঁচ বছর পরপর এইসব রাক্ষসদেরকেই ক্ষমতায় বসাব। দিন বদল আর দেশ বাঁচাও স্লোগানে মুখে ফেনা তুলব।এতেই আমাদের সুখ এতেই আমাদের শান্তি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



