এই দুর্ঘটনায় দোষ কার এখনও নির্ণয় হয়নি। মটরযান আইনে এই অপরাধ জামিনযোগ্য। কিন্তু মিশুক তারেকের মত খ্যাতিমান মিডিয়া ব্যক্তিত্ব দুর্ঘটনায় নিহত হওয়ায় ড্রাইভার জামিন পাচ্ছে না। এটাই হলো এদেশের আইন?
বাসচালক জমির হোসেনই দুর্ঘটনার জন্য দায়ী সম্পূর্ণভাবে? মাইক্রোবাসের চালকও তো দায়ী হতে পারে? দায়ী যে-ই হোক, আইন অনুযায়ী এর বিচার হতে হবে।
নায়ক সালমান খান একরাতে মদ্যপান করে তার ল্যা্ন্ডক্রুজার চালিয়ে মুম্বাইয়ের ফুটপাতে উঠিয়ে দিয়েছিল। এতে নিরপরাধ গৃহহীনের মৃত্যু হয়েছিল। সালমানের তো ফঁসি হয়নি। জেলেও বেশীদিন থাকতে হয়নি....
সড়ক দুর্ঘটনায় যে কেউ পড়তে পারে। আপনি পারেন, কাঙালও পারে এমনকি মন্ত্রী শাহজাহান খা্নও।
মিশুক তারেকরা যে কারণে নিহত হলেন এর জন্য তো আমি মনে করি সরকারই দায়ী। রাস্তায় ডিভাইডার নেই্। ট্রাফিক আইন নেই- প্রয়োগ নেই, সরু রাস্তা।
শুনেছি আইন নাকি সবার জন্য সমান। আসলেই কি তাই? আসলে তা নয় এখানে.....
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১১ সকাল ৮:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




