বসন্তের শুরুতেই আজ বিকেলে হঠাৎ করে আকাশ কালো হয়ে গেল ,বুঝতে অসুবিধা হলো না-এটি বৃষ্টি নামার সংকেত। মিনিট দশেক পরেই ঝুম ঝম করে
বৃষ্টি নামলো । জানালা খুলে বাইরে তাকালাম-আমার বাসার সামনের রাস্তাটা ভিজে গেছে,মানুষ ছুটোছুটি করছে,গাছের সবুজ পাতাগুলোকে লাজরাঙা নব
বধুর মত কেমন সিক্ত দেখাচ্ছে! প্রকৃতির কী খেলা! জানালা দিয়ে পানির ঝাপটা এসে গায়ে লাগলো-কী যে ভালো লাগছে! দরজা খুলে ব্যলকনীতে চলে গেলাম। বাইরে হাত দিয়ে বৃষ্টির পানি ছুয়ে ভীষন মজা পেলাম। আমার আড়াই বছরের ছেলেটি দৌড়ে এলো-পানি ধরতে সে কী চিৎকার! আমার সম্মতি পাওয়ায় যেমন একটি হাসি দিল -তাতে মন জুড়িয়ে গেল। ইচ্ছে হল ভিজতে...।ইস্ ! টিনের চালায় বৃষ্টির ঝুম ঝুম শব্দ এবং শিশুর হাসি -এ দু'য়ের
মত সুখকর জিনিস ধরণীতে আর আছে বলে আমার মনে হয় না। কিন্ত আমরা
ফ্লাটবাসী টিনের চালার শব্দ থেকে বঞ্চিত। বৃষ্টির পানিতে ছোট ছোট শিলাখন্ড -যেন অনেকগুলো হীরকখন্ড একসাথে আলো ছড়াচ্ছে....................
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




