আজ ২৫ ফেব্রুয়ারী । পিলখানা হত্যাকান্ডের প্রথম বার্ষিকী। এক বছর আগে পিলখানা সদর দপ্তরে যে নৃশংস গণহত্যা,ভয়ংকর নিষ্ঠুরতা এবং বর্বরতার ঘটনাগুলো ঘটেছিল - সেই স্মৃতি এখনো আমাদের শিহরিত করে, কাঁদায় ...।স্তম্ভিত হয়ে গিয়েছিল সমস্ত জাতি । এ যেন '' ৭১''-এর পৈশাচিকতা, নারকীয়তা ও নিষ্ঠুরতাকে স্মরণ করিয়ে দেয় ।
আমার ভাবতে কষ্ট হয় কোন ক্ষোভের বিস্ফোরণ কী এতটাই নৃশংস হয় !! কেমন করে মানুষ, মানুষকে আগুনে পুড়িয়ে ফেলে ? গণকবরে পুঁতে ফেলে, ম্যনহোলে ছুড়ে দেয় মৃতের লাশ-কেমন করে ? ''৭১'' এ যারা এসব করেছিল -ইতিহাস বলে তারাছিল হায়েনার দল । তবে আজ এই স্বাধীন বাংলাদেশে-এ কোন হায়েনাদের নৃশংসতা ? কাদের ইন্ধনে এই নগ্নতা -জাতি আজ তা জানতে চায় । যে সন্তানটি পৃথিবীর আলো দেখলো ,তার সেনা কর্মকর্তা বাবার শহীদ হবার দু'সপ্তাহ পর , তাকে জাতি কি জবাব দেবে ? সব হারানো পরিবার গুলোর শোকে আজ আমরা ও শোকাহত !!এই ঘৃন্য পাপীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক-প্রতীক্ষায় আমরা ....।
যে দেশ তার জাতির পিতার হত্যার বিচার করতে নিয়েছে দীর্ঘ ৩৮ বছর,সে দেশে পিলখানা হত্যাকান্ডের বিচার করতে কত সময় প্রতীক্ষায় রাখবে -তা বিধাতা একমাত্র বলতে পারবেন ।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




