মোবাইলের বিকট চিৎকার থামাতেই রাজ্যের বিরক্তি নিয়ে, ঘুম জড়ানো কন্ঠে যখন হ্যালো বললাম, তখন ওপাশের কন্ঠস্বর জানালো -
আম্মু , শুভ নববর্ষ ।
চিরচেনা কন্ঠস্বর -সচকিত হলাম, ঘুম কোথা্য় উড়ে চলে গেল , অদ্ভূত এক ভাল লাগা্য় মনটা ভরে গেল -হ্যাঁ ,এ আমার মমতাময়ী মায়ের মায়াভরা আশীর্বাদ , বৈশাখের প্রথম শুভেচ্ছা ।
প্রায় প্রতি নববর্ষেই আমরা সব ভাইবোন একসাথে আব্বু-আম্মু'র সাথে থাকার চেষ্টা করি-যে , যেখানেই থাকি না কেন । এবারই আমরা একেক জন একেক জায়গায় - সময়ের প্রয়োজন বুঝি আবেগকে ও ছাড়িয়ে যায় ।
এইতো , বৈশাখের এক সপ্তাহ আগে আমার ভাইটি তার এক বছরের সন্তান , স্ত্রী'কে নিয়ে পাড়ি জমালো সুদূর সুইডেন -আমার মায়ের সে কী বুকফাঁটা কান্না ! সে দেশে কি বাংলাদেশের মত করে বাংলা নববর্ষ আসে ?
প্রতি বছরই মা আমার পান্তা-ইলিশ , শুটকীর ভর্তা , স্পেশাল সব্জি ...করে
পরম মমতাভরে আমাদের খাওয়ান কিন্তু এবার....।
খুব সাধারণ আমার মা কখনো এমন গুছিয়ে আমাদের শুভেচ্ছা জানাননি। এবছরই কেমন করে যেন মা আমার খুব গুছিয়ে, আমাদের
সব ভাই-বোনদের শুভেচছা জানিয়ে আমাদের ঘুম ভাঙিয়েছেন ।
কখনো এমন করে বলা হয়নি , আজ খুব বলতে ইচছে করছে-আম্মু
তোমায় অ-নে-ক, অ-নে-ক, অ-নে-ক ভালোবাসি...............।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




