সুখ তুমি
আমার টুকুন সোনার ভুবন ভুলানো হাসি
আধো আধো বোলে ছড়া কাটা,
ঘুমন্ত মা্য়াবী মুখের ছায়া,
সমস্ত ঘরময় তার ছুটোছুটি আর দূরন্তপনা ।
সুখ তুমি
প্রিয়ার হাত ধরে নিশ্চিন্ত পথচলা , স্বপ্নসৌধ রচনা
দিনশেষে নীড়ে ফিরে অপেক্ষার প্রহর গোনা ।
মাইগ্রেন যন্ত্রণায় কাতর ,তপ্ত ললাটে প্রিয়জনের
শীতল হাতের স্পর্শ পাওয়া ।
সুখ তুমি
চাকুরীর প্রথম বেতনটি মায়ের আঁচলে বেঁধে দেয়া ,
প্রিয় মানুষগুলোর সাথে প্রথম সমুদ্র দেখা ।
প্রচন্ড রোদে উত্তপ্ত হয়ে ঘরে ফিরেই ,
মায়ের হাতের বেল-শরবত পানে শীতল হওয়া ।
সুখ তুমি
চাঁদনী রাতে ছাদে ভাই-বোনদের সনে
খুনসুটি , আড্ডায় মেতে থাকা।
ছুটির দিনে রুটিন বিহীন সময় পার করা,
দিনভর উদ্দেশ্যহীন ঘুরে বেড়ানো , ফুচকা খাওয়া ,
ছেলের সাথে লুকোচুরি আার ক্রিকেট খেলা ।
সুখ তুমি
এমন অনেক কিছুর মাঝে সুপ্ত থাকা অনন্য অনুভব ।।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১০ রাত ৮:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




