সর্বশেষ আপডেট : মেয়েটি মামার বাসায় নিরাপদে আছে । বিদ্যালয়ে ক্লাশ করতে শুরু করেছে আজ থেকে - চোখে তার মুক্তির আনন্দ .......।
ভীষন ভাল লাগলো । এই যুদ্ধ -জয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ , বিশেষ করে কথক পলাশ এবং মিমি আপু -যাদের সহযোগিতা না হলে মেয়েটি হয়তো দুঃখ জাগানিয়া এই পোষ্ট-এর কেন্দ্রীয় চরিত্র হিসেবেই থেকে যেত ।
আপডেট , মেয়েটির এখনো বিয়ে হয়নি ।
সর্বশেষ আপডেট:কথক পলাশ বলেছেন: দুপুরে বিয়েটা থামানো গেছে, কিন্তু রাতে নাকি আবার বিয়ে দেবার চেষ্টা চলছে।
যাই হোক, এখনো মনিটর করা হচ্ছে সাধ্যমত। সমস্যা হচ্ছে, এলাকার কেউ তেমন সাহায্য করতে চাইছেনা। আজ রাতটা কড়া নজরদারি'র ভেতর পার করতে হচ্ছে।
মিমি আমাকে নিয়মিত আপডেট জানাচ্ছে। রাতের জন্য মেয়েটাকে কোন সেফ হাউসে রাখা গেলে ভালো হতো। সকালেই আইন ও নালিশ কেন্দ্রে তাকে নিয়ে যাওয়া যাবে। আপনিও আপনার সাধ্যমত চেষ্টা করতে থাকুন।
মেয়েটার জন্য শুভকামনা।
২২. ৩১ শে আগস্ট, ২০১২ রাত ১০:২৯
কথক পলাশ বলেছেন: অনেক কাহিনীর পর অবশেষে বিয়ে বন্ধ করা গেছে। কাল সকালে UN er Victim support Center এর লোক। রাতটা এখন অপেক্ষা করা ছাড়া কোন উপায় নাই।
এই প্রাণপণ আকুতিটি ১০ম শ্রেণী পড়ুয়া এক ভাগ্য বিড়ম্বিত অসহায় কিশোরীর যে বাল্যবিবাহের শিকার হতে যাচ্ছে আজ বাদ জোহর । গতকল তার বান্ধবীদের প্রতি তার কান্নাজড়িত মিনতি.....। খুব ছেলেবেলায় তার মা-বাবা দুজন মারা যায় - মামা তাদের ভরণপোষণ করে এই পর্যন্ত এনেছেন । এখন মামা তাকে জোড়পূর্বক আপাত বৃদ্ধ , স্ত্রী-পুত্র বর্তমান এক লোকের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে - যাকে সে চাচা ডেকে বড় হয়েছে । সে কোনভাবেই এটা মেনে নিতে পরছেনা । প্রতিবাদ করাতে ঘরে তালাবদ্ধ করে রাখা হয়েছে -যা বাল্যবিবাহ দমন আইনে শাস্তিযোগ্য আপরাধ ।।।
এই ঘটনাটি ঢাকা শহরের খুব সন্নিকটে টংগীর অপেক্ষাকৃত সুবিধা বঞ্চিত এলাকা এরশাদনগর -এ সংঘটিত হতে যাচ্ছে । আসহায় এই কিশোরীকে সহায়তা দিতে তার বান্ধবীরা এগিয়ে এসে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে জানালে তিনি পুলিশে খবর দেন । পুলিশ এলে জানানো হলো - বিয়ে ভেঙ্গে দেয়ার পর মামা তাকে ঘর থেকে বের করে দিলে মেয়েটির দায়িত্ব কে নিবেন ??? এলাকার প্রভাবশালীদের কোন সাড়া পাওয়া গেল না । অতঃপর সিদ্ধান্ত হলো - পুলিশ পাঠিয়ে মামাকে বোঝানো হবে । দেখা গেল মামা মানলেন না.......। আমরা কেউ এই অসহায় মেয়েটিকে রক্ষা করতে পরছিনা হায়েনাদের কবল থেকে - এ যে কী যণ্ত্রণা !!! আমাদের দেশে কি কোন এনজিও কিংবা সরকারী সংস্হা নেই ? যে মেয়েটিকে বাঁচাতে পারে এবং তার দায়িত্ব নিতে পারে । কোন মানবাধিকার সংস্হা - আইন ও শালিশ কেন্দ্র কিংবা এলিনা খানের কোন ফোন নাম্বার জানা থাকলে দয়াপরবশ হয়ে জানালে অসহায় মেয়েটির জীবন বাঁচতে পারে ।।
তানজিল মুহুরী (মামা) , ৩ নং ব্লক , এরশাদ নগর (বাস্তুহারা) , টঙ্গী, গাজীপুর । ১০ম শ্রেণীর ছাত্রী , মজিদা সরকারী উচ্চ বিদ্যালয় । এরশাদনগর , টঙ্গী , গাজীপুর ।
ব্লগার কথক পলাশ ভাই-এর মাধ্যমে আইন ও শালিশ কেন্দ্রর মিমি আপুর সাথে যোগাযোগ হয়েছে । আপডেট জানতে পারিনি ।
এইমাত্র জানতে পারলাম মেয়েটির বিয়ে ভেঙ্গে গেছে কিন্তু সে এখনো মামার বাড়ীতে অবস্হান করছে । কী যে ভাল লাগছে.................!!!
মনে হচ্ছে বুকের পরে জমে থাকা একটি পাথর নেমে গেল ............।
আবারো প্রমাণ হলো , আমরা মানুষ পরস্পরের বিপদে এগিয়ে এলে যে
কোন বিপদ মোকাবেলা করা সম্ভব ।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




