তোমার চোখ এখন কেমন ভাষাহীন ... ... । কেন???
যেখানে প্রতিনিয়ত ভিড় করতো অজস্র কথামালা ¬¬–
যার মাঝে অবগাহন করতে অনেকেই ছিল উন্মুখ।
আজ মনে হয়, ভাষাহীন চোখ দুটি যেন মৃত ভ্রমর ... ...।
কষ্ট হয়, খুউব কষ্ট হয় আমার, খু-উ-ব.........।
অধরকোণে লেগে থাকা সেই হাসিটাকে আর খুঁজে পাইনা।
আমি অতি সন্তর্পণে তোমাকে অবলোকন করি-ব্যর্থতা আমাকে গ্রাস করে ........।
দেখি, কেমন যেন আবেগহীন টাকা বানানোর এক মেশিন!
আকণ্ঠ ভালোবাসা পিপাসু সেই মানুষটি কি তুমি? বুঝি না .......।
ভাবি এভাবে কি বদলে যায় মানুষ????????
কোথায় হারিয়ে গেল কথায় কথায় গলা ছেড়ে গেয়ে উঠা........?
অসম্ভব মনমুগ্ধকর সেই সাহিত্য রচনা-যাতে আবিষ্ট হয়ে কত কী না ঘটেছে.....
পরে ভাবলে মনে হত এ-ত পাগলামী ?? হেসে হতাম কুটিকুটি ।
এখন ভাবি হায় ! হয়তো ঐ পাগলামোগুলো-ই বড় বেশী ভালোবাসতাম...........!
বড্ড বে----------শী ।।।
কেন এত বদলে গেলে ? কেন..........???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




