' বেড়াই বাংলাদেশ'-ফেইসবুক এর একটি স্বেচ্ছাসেবী সংগঠন । আমণ্ত্রণ জানালেন হাতিরঝিল পরিচ্ছন্নতা অভিযানের , আমাদের ও এই শুক্রবার যাবার পরিকল্পনা ছিল-উদ্দেশ্য বেড়ানো । গোটা পরিবার চলে গেলাম-রথ দেখা কলা বেচা দুটোই হবে । কিন্তু গিয়ে আয়োজক ভাইয়াদের উদ্যেগে হাতে গ্লাব্স -বড় পলিথিন নিয়ে নেমে পড়লো সদস্য সবাই ময়লা পরিস্কারে । প্রথমে একটু কেমন লাগলে ও কিছুক্ষণের মধ্যেই পুরোদমে লেগে গেলাম আবর্জনা পরিস্কারে - কী যে ভাল লাগছিল ! জীবনে প্রথম স্বেচ্ছায় কোন কাজে এত মজা পেলাম । চারপাশে অজস্র কাগজ , পলিথিন পড়ে আছে , এখনো মানুষ ফেলছে -কারো কোন ভাবাবেগ নেই । আমাদের দেখে অনেকে অনেক মন্তব্য ছুড়ে দিচ্ছে -আবার কেউ কেউ অবাক হয়ে দেখে বাহ্ববা দিচ্ছে । কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল মানুষকে একটু সচেতন করা যে চাইলে আমরাই আমাদের চারপাশ - পরিবেশ সুন্দর রাখতে পারি । প্রত্যেকেই যদি নিজের ময়লাটা নির্দিষ্ট জায়গায় ফেলি তাতেই হয় ।নিজে সচেতন হোন , নিজের পরিবেশকে নিজেই সুন্দর রাখুন- বেড়াতে আসা মানুষের প্রতি এই ম্যাসেজ ছিল প্রতিটি
পরিবেশ যোদ্ধার । কিছু কিছু মানুষ এখনো মানুষের জন্য, দেশের জন্য কিছু করতে চায় -স্বেচ্ছায় , কোন কিছু পাওয়ার চিন্তা না করেই। তাইতো অজস্র না পাওয়ার মাঝে ও আমরা আশাবাদী - দেখিস !
একদিন আমরাও.................।। সালাম "বেড়াই বাংলাদেশ "
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




