অপ্রিয় এবং দুঃখজনক হলেও সত্য যে, বর্তমানে আমাদের মুসলিমদের মাঝে একটি বিষয় বেশ প্রচলিত যে, কোনো কিছু হলেই সেটিকে কিয়ামতের আলামত অথবা গযব বলে প্রচার করা হচ্ছে।
মানলাম যে, সেসব ঘটনা কুরআন এবং সহীহ হাদীসের আলোকে কিয়ামতের আলামত অথবা গযব হতে পারে। কিন্তু তাই বলে নিজেদের দায়িত্ব পালন এড়িয়ে সকল ঘটনাকে কিয়ামতের আলামত অথবা গযব বলে চালিয়ে দিয়ে কি আল্লাহ তায়ালার কাছে পার পাওয়া যাবে?
আমরা নিজেরা ইসলাম মানতে চাই না, সন্তানকে ইসলাম শিক্ষা দিই না, মানুষের হক পালন করি না, খাদ্যে ভেজাল দিচ্ছি, সুদ-ঘুষের সাথে জড়িত ইত্যাদি হাজারো অপকর্মে লিপ্ত। আর এসব দোষ ঢাকতে আমাদের সহজ যুক্তি, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদীসে বলেছেন, তাই এসব কিয়ামতের আলামত। আর কিয়ামতের আগে এসব বেশি বেশি ছড়িয়ে পড়বে।
আর সহীহ হাদীসে তো বলা হয়েছে যে, মহামারী আসবে, বেশি বেশি ভূমিকম্প হবে ইত্যাদি ইত্যাদি।
তাই কোনো কিছু ঘটলেই আমরা শুধুমাত্র কিয়ামতের আলামত অথবা গযব বলে চালিয়ে দিচ্ছি। কিন্তু একটি বারও কি চিন্তা করছি যে, এসব দেখে আমাদের শিক্ষা নিতে হবে এবং নিজেরদেরকে সংশোধন করতে হবে?
বরং আমরা শিক্ষা না নিয়ে এবং সংশোধন না করে পুনরায় পাপে নিমজ্জিত হচ্ছি। এসব ঘটনা দেখতে দেখতে এবং শুনতে শুনতে এখন আর নিজের অন্তরে আল্লাহর ভয় তৈরি হচ্ছে না, বরং স্বাভাবিক ঘটনা হিসাবেই মেনে নিচ্ছি। এটির মূল কারণ আমাদের অন্তর কঠোর হয়ে গেছে। এজন্যই আল্লাহ তায়ালা পবিত্র কুরআনের সূরা আল-বাকারার ৭৪ নং আয়াতে ইহুদীদের উদাহরণ দিয়ে বলেছেন যে, "অতঃপর তোমাদের অন্তরসমূহ এর পরে কঠিন হয়ে গেল যেন তা পাথরের মত কিংবা তার চেয়েও শক্ত।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




