চাঁদ নিচে ঘুরতে ঘুরতে দেখল, বাজারের আয়তন বেশ সরেস, বেচতে পারলে ডারউইনের কথামত সে টিকে যাবে।কয়েকদিন এখানে কাটাতে পারলে মন্দ হয় না। ডন রিলিজ করেছে , দেখে নেওয়া যাবে!
কালিপুজোয় সে চাঁদমালার ব্যবসা করল, রমজানে 31দিন চাঁদনি চকে শাহি হালিম বেচল। আস্তে আস্তেসে কোটিপতি হয়ে গেল। সমসত চাঁদমুখ মেয়েরা তার হয়ে গেল।সে তখন নিচের ডন। ফারহান আখতার কে ডেকে বলল, আবার ডন বানা, এবার আমি হিরো।
এদিকে চাঁদ কমিটির লোকেরা সারারাত গালে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল, তার দেখা পেল না। রোজা 30 গড়িয়ে 31 দিনে পড়ে গেল, ঈদ ঘোষনা হল না। সবাই ভেবে ছিল পরদিন সিনেমা দেখতে যাবে, তাও হল না! নতুন ডন ও ফ্লপ করে গেল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

