অধ্যায় :২৩
যখন আমি পুলিশ স্টেশনে পৌছালাম ওরা আমার জুতার ফিতা খুলে নিল এবং পকেট খালি করে সামনের ডেস্কে রাখল যেন আমি কোনো কিছু ব্যবহার করে আত্মহত্যা করতে, পালিয়ে যেতে কিংবা পুলিশকে আক্রমন করতে না পারি। ডেস্কের পিছনের সার্জেন্টির হাত খুব বেশি লোমশ ছিল আর সে তার নখ এত বেশি কামড়িয়েছিল যে, সেগুলো দিয়ে রক্ত ঝড়ছিল। আমার পকেটে যেসব জিনিস পাওয়া গেল সেগুলো-
১. ১৫টি অ্যাটাচমেন্ট সহ সুইস নাইফ যার ভিতরে ওয়ার স্ট্রিপার, করাত, টুথপিক এবং চিমটা ছিল।
২. একটি তারের টুকরা ।
৩. একটি কাঠের পাজল যেটা দেখতে এমন ছিল
৪. আমার ইঁদুর টবির জন্য ৩ প্যালেট ইঁদুরের খাবার।
৫. ১.৪৯ £। যার মধ্যে ১£ এর একটি কয়েন। এবং দুইটি ১০p কয়েন, ১টি ৫p কয়েন, এবং একটি ২p কয়েন ছিল।
৬. একটা লাল পেপার ক্লিপ।
৭. সামনের দরজার একটা চাবি।
আমি ঘড়ি পড়েছিলাম এবং ওরা সেটাও খুলে ডেস্কে রাখতে বলল। কিন্তু আমি বলেছি আমার ঘড়িটি সাথে রাখতে হবে, কারণ আমার সঠিক সময় জানা দরকার। তখন ওরা সেটা খুলে ফেলতে চাইলে আমি চিৎকার শুরু করি। তাই ওরা আমাকে ঘড়িটি সাথে রাখতে দিয়েছে।
ওরা জানতে চাইল আমার কোনো অভিভাবক আছে কিনা, আমি জানালাম আছে। ওরা জিজ্ঞেস করল, কারা আমার অভিভাবক। আমি বললাম, আমার বাবা আমার অভিভাবক, আমার মা মারা গেছেন। এছাড়া আমার আংকেল টেরিও আছেন, যিনি বাবার ভাই। কিন্তু তিনি স্যান্ডারল্যান্ডে থাকেন। আমার নানা-নানী, দাদা-দাদীও ছিলেন। কিন্তু তাদের মধ্যে তিন জনই মৃত শুধু দাদী বারটন বাসায় আছে। তার সেনাইল ডিমেনশিয়া আছে এবং তিনি আমাকে টেলিভিশনের কেউ মনে করেন।
তখন ওরা আমার কাছে বাবার ফোন নাম্বার চাইল।
আমি ওদেরকে জানালাম বাবার দুইটা নাম্বার আছে। একটা বাসার, আরেকটা মোবাইল। আমি দুইটা নাম্বারই বললাম।
পুলিশ সেলটির ভিতরটা খুব সুন্দর। এটা প্রায় একটা কিউবের মত ছিল। ২মিটার লম্বা, পাশে আর উচ্চতায়ও ২ মিটারের মত। ভিতরে প্রায় ৮ কিউবিক মিটারের মত বাতাস ছিল। রুমটিতে একটি বারসহ ছোট জানালা এবং বিপরীত পাশে একটি লম্বা ধাতব দরজা ছিল যার নিচে মেঝের কাছে একটি মোটা হ্যাচ ডোর ছিল। ওটা দিয়ে সেলের ভিতরে স্লাইডিং ট্রের মাধ্যমে খাবার দেওয়া যায়। উপরে স্লাইডিং হ্যাচ উইন্ডো ছিল যাতে পুলিশম্যান ভিতরে দেখতে পারে এবং যাচাই করতে পারে যেন কয়েদিরা পালিয়ে গেল কিংবা আত্মহত্যা করল কিনা। ওখানে একটি প্যাডেড বেঞ্চও ছিল।
আমি অবাক হলাম, আমি কিভাবে পালাব যদি আমি একটি গল্পের মধ্যে থাকি। আর এটা খুবই কঠিন হবে, কারণ আমি শুধু কাপড় ও জুতা পড়েছিলাম এবং যার মধ্যে কোনো ফিতা ছিল না।
আমার মনে হল, এক্ষেত্রে আমার জন্য সবচেয়ে ভালো প্ল্যান হবে একটি রোদেলা দিনের জন্য অপেক্ষা করা এবং তারপর চশমা দিয়ে রোদকে ফোকাস করে আমার কাপড়ের একজায়গায় আগুন ধরানো। যখন ওরা ধোঁয়া দেখবে এবং আমাকে সেল থেকে বের করে নিবে, তখন আমি পালাব। আর ওরা যদি খেয়াল না করে আমি একফাঁকে আমার কাপড়ে বাথরুম করে আগুন নিভিয়ে সেগুলো বের করে নিব।
আমার ধারণা মিসেস সিয়ারস পুলিশকে বলেছে আমিই ওয়েলিংটনকে মেরে ফেলেছি। যখন পুলিশ জানবে সে মিথ্যা কথা বলেছে, তাকে জেলে যেতে হবে। কারণ, কারো সম্পর্কে মিথ্যা বলাকে অপবাদ বলা হয়।
চলবে....
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




