অধ্যায় ২৯:
মানুষ আমাকে বিভ্রান্ত করে। এর প্রধান দুটি কারণ রয়েছে।
প্রথম প্রধান কারণটি হল মানুষ প্রচুর কথা বলে কোন শব্দ ব্যবহার না করেই। সিওভান বলে, যদি তুমি তোমার একটি ভ্রু উঁচু কর বিভিন্ন অনেক কিছুই বোঝাতে পারে। এর মানে হতে পারে, “আমি তোমার সাথে সেক্স করতে চাই” কিংবা হতে পারে, “তুমি এই মাত্র যা বলেছ, আমি মনে করি খুব নির্বুদ্ধিতা।”
সিওভান আরো বলে, যদি তুমি মুখ বন্ধ করে নাক দিয়ে জোড়ে নি:শ্বাস ছাড়, তাহলে এর মানে হতে পারে তুমি রিলাক্সড, অথবা বিরক্ত কিংবা রেগে আছ। সবকিছুই নির্ভর করে কতটুকু বাতাস তোমার নাক দিয়ে বের হচ্ছে, কত দ্রুত বের হচ্ছে, তোমার মুখের আকৃতি কেমন হচ্ছে, যখন তুমি এটা করছ, কিভাবে তুমি বসে আছ, এর ঠিক আগ মুহুর্তে তুমি কি বলেছ এবং শত শত ভিন্ন ব্যাপার, যা খুবই কঠিন কয়েক সেকেন্ডে বের করা।
দ্বিতীয় প্রধান কারণটি হল মানুষ প্রায়ই ‘মেটাফর’ ব্যবহার করে কথা বলে। এগুলো কিছু ‘মেটাফর’ এর উদাহরণ।
“আমি জুতা খুলে হাসলাম।”
“সে তার চোখের আপেল ছিল।”
“ওদের কাপবোর্ডে একটি কংকাল ছিল।”
“আমাদের একটি সত্যিকারের শুকরের দিন ছিল।”
“কুকুরটি ছিল পাথরের মত মৃত।”
মেটাফর শব্দটির অর্থ কোনোকিছু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া এবং শব্দটি এসেছে গ্রীক শব্দ µετα (যার মানে এক জায়গা থেকে অন্য জায়গা) এবং φερειυ (যার মানে বহন করা) থেকে। আর এটা হল যখন তুমি কোন কিছু ব্যাখা করবে কোন শব্দ ব্যবহার করে, যা আসলে সেটা নয়। এর মানে হল ‘মেটাফর’ শব্দটি একটি ‘মেটাফর’।
আমি মনেকরি, একে মিথ্যাচার বলা উচিৎ। কারণ, একটি শুকর কখনো একটি দিনের মত নয়, আর মানুষের কাপবোর্ডে কংকাল থাকেনা।
আর আমি যখন এই কথাগুলোর ছবি আমার মাথার ভিতরে তৈরি করার চেষ্টা করি, আমি বিভ্রান্ত হই। কারণ, কারো চোখের মধ্যে আপেল কল্পনা করা কখনো কাউকে পছন্দ করার কোনো কিছু নয় বরং এটা তোমাকে ভুলিয়ে দিবে সেই ব্যক্তিটি কি বলছিল।
আমার নাম একটা ‘মেটাফর’। এর অর্থ যিশুকে বহন করা। এটা এসেছে গ্রীক শব্দ χριστος (যার মানে যিশু খ্রীস্ট)এবং φερειυ (বহন করা) থেকে। এই নামটি সেইন্ট ক্রিস্টোফারকে দেওয়া হয়েছিল কারণ, সে যিশুকে বহন করে নদী পার করেছে।
ঘটনাটা তোমাকে অবাক করতে পারে যে, তাকে কি নামে ডাকা হত যীশুকে বহন করে নদী পার করার আগে। কিন্তু তাকে কিছু ডাকা হতনা। কারণ, এটা একটা ‘অ্যাপোক্রিফাল’ গল্প’। যার অর্থ এটাও একটা মিথ্যা।
মা বলত, এর ফলে বোঝা যায়, ক্রিস্টোফার একটা ভালো নাম। কারণ এই গল্পটি ছিল উপকারীতা আর মহানুভবতার। কিন্তু আমি চাইনা আমার নাম কোনো উপকারীতা আর মহানুভবতার গল্পকে বোঝাক, আমি চাই আমার নাম আমাকে বোঝাক।
চলবে....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




