কিংবদন্তীর কথা কই।।।।।
বিরুদ্ধ বাতাসে কথকের শব্দ তরঙ্গ ভেসে বেড়ায়। সংস্কারের প্রাচীন ধুলোয় ছাওয়া মগজের কোষ এবং নিরক্ষীয় আলস্যের প্রাচীরে বাধা পেয়ে শব্দ-তরঙ্গ ক্রমশ উঠে যায় -- অনন্ত শুন্যে।
নিস্তরঙ্গ নিভাজ বাতাসে মানবতার আর্তনাদ আমাদের কর্ণকুহরে প্রবেশ করতে ব্যর্থ হয়ে ফিরে এসে ঘুমন্ত পশুকে জাগিয়ে দেয়। আর সে পশুর ডাকে বিমোহিত আমরা - রাত্রির কাছে নতজানু হই।
সাহিত্যে সমাজ সংস্কারের মহৎ চেতনা বুকে চেপে রাস্তায় বেরোই। অথচ ফুটপাতে ক্ষুধার্ত শিশুর কান্নায় বিরক্ত মুখ ঘুরিয়ে, অশিতীপর বৃদ্ধার বমির গন্ধে নাকে রুমাল গুজে দ্রুত সামনে এগোই।
তবুও কাকের ধারালো চঞ্চুর মতো সর্বনাশের প্লাবনে কালো রাত্রির বুক ছিড়ে খুড়ে নতুন প্রভাতের প্রার্থনায়,
আমরাও
হতে
চাই
।।। কিংবদন্তীর কথক ।।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




