![]()
আজ দোকানে মোকলেসা আইসা কয় কি মিয়া পোস্ট ফোস্ট দাও না ক্যা? জিগাইলাম কি লিখুম? কইলো আরে মিয়া একখানা এপিক পোস্ট দাও বিদায় সামু।
কাহিনি ডা খুলে কও, ওরে মন্টে ভাইজানের জন্য চা আর বেনচন নিয়ে আয়
মোকলেসা কয় দ্যাখো মিয়া কত লোক সামু ছেড়ে চলে যায়, লিখে যায় বিদায়, এগের সবার নিয়া একটা সংকলণ লিইখা ফালাও, ব্যাস দেখবা এপিক হইয়া গ্যাছে। কইলাম তাগের আমি কনে খুজে পামু? কইলো আরে মিয়া ব্রেন খাটাও, খাটাইলাম ব্রেন
প্রিয় ব্লগার ভাই ব্রাদার গন আপনারা যারা সামুকে বিদায় বলে চইলা গেছেন তারা দয়া করে আমার পোস্টে লিংকে দিয়ে যাবেন, যারা এখনো বিদায় নেন নি তারাও লিংক দিয়ে যাবেন ভবিষ্যতের কথা চিন্তা করে, না হয় একখানা বিদাই পোস্ট লিখেই রাখলেন।
মনে রাখবেন এই পোস্ট স্টিকি হবে এবং সামু ব্লগের কোন এক কোনায় সারা জীবনের জন্য ফিক্সড স্টিকি হইয়া যাইবে।
আপডেট চলবে
তাহলে শুরু করেন
১।
২।
ছবি খানা নরকেরপাপির কাছ থেকে লইচি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


