থাবা বাব ওরফে (আহমেদ রাজীব হায়দার) আর নেই কিন্তু রয়ে গেল তার কু-কৃত্তি, দুনিয়ার জীবনে সে ফল ফেল, পরকালেও তার পাওনা পাওয়ার অপেক্ষায় তবে এই মুহুর্তে তার মৃত্যু জামায়াত শিবিরের নতুন খেলা, অর্থাৎ ধর্ম ব্যাবসায়ে তারা খুবই পারদর্ষী, ধর্ম বিভেদ সৃষ্টির মাধ্যমে মানুষকে শাহবাগ আন্দলোনকে স্তিমিত করার অপ্রপয়াস, কারন যে কারনে তাকে হত্যা করা হল বলে মনে করা হয় প্রকিৃত পক্ষে সে কারনে তাকে অনেক আগেই হত্যা করার সুযোগ ছিল , অতএব তার হত্যাটা শুধু ইসলামকে আর আমাদের প্রানপ্রিয় নবীকে গালাগালি অপদস্ত করার জন্য নয়, পৃথিবীর ভিবিন্ন প্রান্তে ইসলামের বিরুদ্ধে অনেক কিছু হচ্ছে তাই বলে হত্যা জঘ্য দিয়ে এসব সমাধান সম্ভব নয়, মুসলামনদের কর্তব হচ্ছে ইসলামের শান্তির অমিয় বানী জ্ঞান বিজ্ঞান, দ্বারা শাতশত সত্যের পথে মানুষকে আমন্তন জানান, হত্যা যঘ্য হলে তাতে শুধু তাদেরেই লাভ এতে তারা ইসলামকে মানবতা বিরুধী হিসাবে আন্তর্জাতিক মহলে প্রপগান্ডা চালাতে পারবে, তাই আমাদের মুসলমানদের উচিত শান্তি ও ন্যায় পথে তাদের জবাব দেয়া তাদের মিথ্যা কে সবার সামনে উপস্থান করা, ইতি মধ্যে ভন্ড নাস্তিকরা সুশিল সাজার জন্য তাদরে ব্লগ সাইট থেকে তাদের কুৎসিত ব্লগ গুলো সরিয়ে নিয়েছে, ধর্ম নিয়া আর ব্যবসা করতে দেয়া যাবে না সরকারের তড়িত হস্তক্ষেপ কামনা করি, সব রাজাকরের ফাসি চাই, দিতে হবে, বাংলার মাটিতে রাজাজরের আর ঠাই নাই। জয় বাংলা
থাবা বাবার ব্লগ Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




