হারিয়ে যাবার চেষ্টায় যখন আমি মহাব্যস্ত
সে তখন উদাসী এক খন্ড পেজাঁ তুলোর মত মেঘ
তারা তখন বন্দনা-নিন্দায়, আহারে-অনাহারে সন্ত্রস্ত
আমার যখন ছিলোনা এক চিলতেও শীতল পরশ
সে ছিলো দূর ভুবনে সর্ষে ক্ষেতে ভেসে বেড়ানো প্রজাপতি
তারা তখন অনেক পথ পাড়ি দিয়ে ক্লান্তির শিখরে
ভাবনাহীন এক জগতে রাজত্বের মুকুটে মোড়া আমার শির
সে তখন গুটি গুটি পায়ে হাটার ছন্দে মশগুল
তারা ছিলো নিজ ভূবনে অধিপতি অধীশ্বর
আমার চিন্তায় ছেদ ঘটিয়ে মনের আকাশে মেঘ
ধরার ধরিত্রীতে সে তো শুধুই বৃষ্টির জল
তাদের বিভক্তি শিবিরে শিবিরে, যুদ্ধের ডামাডোল
মনের বাহনে আমি কেবল একাই সারথী, একাই যাত্রী
বাহনের আবাহনে সে শুধুই পরিশ্রান্ত, নিজের সাথেই যোদ্ধা
তাদের মাঝেই পিকাসো, আইনষ্টাই্ন, দা ভিঞ্চির মতো বোদ্ধা
দিনের শেষে কেবলি ক্লান্ত, অবহেলিত এক আমি
প্রাপ্তির ব্যথায় অভিভুত সে কোমলতার কাঠিন্যে ক্ষিপ্ত
তারা এখন শ্রবন-দর্শন-কথনে উদ্ভাসিত উদ্দীপ্ত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





