আমি এখনও আগের যায়গাতেই দাঁড়িয়ে আছি, যেখানে তুমি আমায় ফেলে গিয়েছিলে...।
ভাবলাম ভুলে যেতে পারবো তোমায়, মুছে ফেলবো তোমার সব স্মৃতি...। কিন্তু না...আমি পারলাম না...। পারলাম না তোমায় ভালোবাসা বন্ধ করতে...।
আমি তোমায় ভুলতে পারছিনা, কোন ভাবেই না...। আমার শুধু তোমাকেই ভালোবেসে যেতে ইচ্ছে করে, শুধু তোমাকে...।
জানো, এখন আর চোঁখে পানি আসেনা......আমি কেঁদে যাই...তীব্র কষ্টের নীরব কান্না... ।
দুঃখের নীল অশ্রু গুলোতে তোমার জন্য প্রার্থনা থাকে, যেনো সব সময় তুমি ভাল থাকো...।
এত কিছুর পরও কেনো যেন তোমায় আমি ভালোবেসেই যাচ্ছি...জানি তুমি ফিরে আসবেনা...তাও ভালোবেসে যাচ্ছি...দিন দিনই তোমার জন্য আমার ভালোবাসা বেড়েই যাচ্ছে...।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






