জানি না সরকার এই মহুর্তে কেন এরকম একটা সিদ্ধান্ত নিল।আমি একটা ঘটনা সবার সাথে শেয়ার করি। আমার আপন ছোট ভাই এবার ইন্টার পাশ করেছে।পরিক্ষা শেষ করার আগেই পরিবারের সবাইকে ছেড়ে ঢাকায় এসে মেডিকেল প্রিপারেশান নিচ্ছে।একটাই লক্ষ্য,যে করেই হোক মেডিকেল চান্স পেতে হবে।গল্পের মজার অংশটা এখন বলি।আমার পাশের রুমে আমার ইউনিভার্সিটির একজন ফ্রেন্ড থাকে।তার ছোট ভাইও এবার ইণ্টার পাশ করেছে।বুয়েট কোচিং করছে একটা ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টার এ।মেডিকেল এ ভর্তি হবা কিনা জিজ্ঞেস করেছিলাম।উত্তরে বলল না ভাইয়া মেডিকেল ভাল লাগে না।আজকে মেডিকেল ভর্তি সংক্রান্ত খবরটি পত্রিকায় প্রকাশিত হবার সাথে সাথে আমার বন্ধুটি আমাকে ফোন দিল।কিরে খবরটি দেখসস?এখন তার প্লান হল তার ভাইকে মেডিকেল এ ফরম জমা দিবে। পাশাপাশি বুয়েট তো রইল।আমি তখন কোন জবাব খুজে পাচ্ছি না।এখন আমার ভাইয়ের কি হবে!! ও তো সারাক্ষন মেডিকেল প্রিপারেশান নিয়েছে!! যারা বুয়েট প্রিপারেশান নিসে ওরা বেশিরভাগই ভাল রেজাল্ট করা। মেডিকেল যদি পেয়ে যায়,তাইলে কষ্ট করে অন্য ভার্সিটিতে পরিক্ষা দেবার দরকার কি!! আর আমার ভাইয়ের মত যাদের এভারেইজ রেজাল্ট তারা জীবনে যে কি একটা ভয়াবহ বিপর্যয়ের সম্মুক্ষীন হবে তা এক মাত্র ভুক্তভুগিরাই বলতে পারবে।আর যাদের কারনে জীবনের শুরুতেই এমন একটা বিপর্যয় আরম্ভ হবে তাদের কে ওরা সারা জীবনেও ক্ষমা করতে পারবে না।
তাই,প্লিজ এই সিদ্ধান্ত টি প্রত্যাহার করুন।সরকার দেশের কল্যাণে কাজ করবে এটাই স্বাভাবিক।তবে এরকম হঠাৎ সিদ্বান্ত নিলে সেটা বেশিরভাগের জন্যই মঙ্গলজনক হবে না।এবছর জানিয়ে দিন,আগামী বছর থেকে মেডিকেল ভর্তি পরিক্ষা হবে না ।সবাই মেনে নেবে।প্লিজ ভেবে দেখুন এরা আপনার আমার সবার সন্তান,কিংবা কার ভাই বোন!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




