"আমি জেনারেল" এই টাইপ পোস্ট দেওয়া নাকি মানা?
কিন্তু আমি এতো বেশিই খুশি যে এরকম পোস্ট না দিয়ে থাকতে পারলাম না।
ইয়াহু, কথা সত্যি, আমি আসলেই জেনারেল।
ব্লগিং শুরু করেছিলাম ঈদের মতো আনন্দের, খুশির , শুভ একটা দিনে। প্ল্যান ছিল শুভ একটা দিনে ব্লগিং শুরু করবো। ।
এর মধ্যে ঈদের ছুটিতে দেখলাম "ঘেটুপুত্র কমলা", রিভিউ লিখে মুভি লাভারস ব্লগে আর অনলাইন এডুকেয়ার-এ দিলাম।
গতকাল মেজাজ চরম খারাপ হয়েছিল স্টিকি পোস্টের দূর্দশা দেখে। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পরে ব্লগেও পোস্ট দিয়েছি মানবতার ধ্বজ্জাধারীরা তবে কি শীত না আসতেই লেপ মুড়ি দিলেন?!
আরেকটা ঘটনা দেখলাম গতকাল। এক পুরুষ ব্লগার এক নারী ব্লগারকে নিয়ে জঘন্য একটা পোস্ট দিলো। যখন এ্যাডেমিনের কাছে মেইল করবো ভাবছি তখন দেখি সেই ব্লগার লাল ব্যান।
ধন্যবাদ এডমিনকে, নারীদের ব্লগিংকে নিরাপদ করায়।
আর যারা আমি পর্যবেক্ষণে থাকাবস্থায় আমার খোঁজ-খবর নিয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




