মেঘনা পাড়ের ছেলে ভাইজানের গতকাল ডেসটিনি নিয়ে একটা পোস্ট পড়লাম।পোস্ট পড়ার পর আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করলাম তার সাথে মন্তব্য আকারে।সেই মন্তব্যটি এইখানে পুনর্মুদ্রিত হল।এটি কাউকে ছোট বা কাউকে হেয় করার জন্য কোন পোস্ট নয়।শুধুমাত্র আমার একটি বাস্তব ঘটনা বা অভিজ্ঞতা শেয়ার বলতে পারেন।কেউ অন্য কোন অর্থ করবেন না।
মেঘনা ভাইজান তার পোস্টে লিখেছেন পি এইস ডি আসলে যা হবে তা হল পি এস ডি।এর পূর্ণ রুপ হল প্রোফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর।
কি ভাবছেন?আমি ডেস্টিনি গ্রুপের লোক!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




