আজকের দিনটা তোমার জন্য বরাদ্ধ ছিল
তুমি আসোনি,
সময়টা লুডু খেলে খেলে কাটিয়ে দিলাম
যার কোন মfনেই হয়না।
তুমি আসলে হয়তোবা স্মৃতির পাতায় যোগ হতে পারতো
আরো একটি দিন,
হয়তোবা লিখে ফেলতে পারতাম
আরো একটি কবিতা।
প্রতিক্ষায় ছিলাম এই বুঝি ডাকবে তুমি, ডাকনি
হয়তো তুমি ব্যস্ত ছিলে অথবা ক্লান্ত,
হয়তোবা আমার মতো করে ভাবনি তুমি।
এখোনো আছি তোমার অপেক্ষায়
কালও যদি ডাক আমায়,
বলবো শুধু এ কথাটি
অনেক ভালবাসি তোমায়।।

সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




