ফিলিস্তিনে ইসরাইলি হামলার পক্ষে অবস্থান নিয়েছে মেসি! এই তারকা সম্প্রতি রিওডি জেনেরিও’র একটি হোটেল কক্ষ থেকে টুইটারের মাধ্যমে ইসরাইলের প্রতি তার সমর্থনের কথা পূনঃব্যক্ত করেছেন।
{"filesize_ok":true,"image_id":199973,"success":true}
সেই সাথে একটি কালো জার্সিতে ‘লিখা একটি জার্সি হাতে নিয়ে ছবিও তোলেন তিনি।
এখনো কি আমরা আর্জেন্টিনা/ব্রাজিলের মতো ইহুদিবাদিদের সমর্থন করি??!!
একবার চিন্তা করে দেখুন আমরা কি/ কেমন মুসলমান??
“আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হয়, তখন বলে ‘আমরা ঈমান এনেছি’ এবং যখন গোপনে তাদের শয়তানদের সাথে একান্তে মিলিত হয়, তখন বলে, ‘নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি…..”[সূরা বাকারাহ: ১৪, ১৫]
অথচ একজন মু'মিনকে অবশ্যই “আল্লাহ্'র সন্তুষ্টির জন্য বন্ধুত্ব এবং আল্লাহ্'র সন্তুষ্টির জন্য শত্রুতা” -এ নীতিতে অটল থাকতে হবে এবং এ মহাসত্য অন্তরে ধারণ করতে হবে।
“...আমাদের ও তোমাদের মধ্যে চিরদিনের জন্য শত্রুতা ও বিদ্বেষের সৃষ্টি হয়ে গিয়েছে- যতদিন তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না আনবে৷…”[সূরা মুমতাহিনা, আয়াত: ৪]
আল্লাহ স্পষ্ট ভাবেই বলে দিয়েছেন --
“হে ঈমান-দারগণ, তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না”। [সূরা মুমতাহানাহ, আয়াত: ১]
“হে ঈমান-দারগণ, তোমরা নিজদের পিতা ও ভাইদেরকে বন্ধরূপে গ্রহণ করো না, যদি তারা ঈমান অপেক্ষা কুফরিকে প্রিয় মনে করে। তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধরূপে গ্রহণ করে তারাই যালিম”। [সূরা তাওবাহ, আয়াত: ২৩]
“হে নবী! বলে দাও, যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান ও তোমাদের ভাই তোমাদের স্ত্রী ,তোমাদের আত্মীয় -স্বজন , তোমাদের উপার্জিত সম্পদ , তোমাদের যে ব্যবসায়ে মন্দা দেখা দেয়ার ভয়ে তোমরা তটস্থ থাক এবং তোমাদের যে বাসস্থানকে তোমরা খুবই পছন্দ কর-এসব যদি আল্লাহ ও তার রসূল এবং তার পথে জিহাদ করার চাইতে তোমাদের কাছে বেশী প্রিয় হয়, তাহলে আল্লাহর ফায়সালা তোমাদের কাছে না আসা পর্যন্ত অপেক্ষা কর ২২ আল্লাহ ফাসেকদেরকে কখনো সত্য পথের সন্ধান দেন না৷” (Sura At-Taubah: 24).
কিন্তু আমরা জিহাদ করা দূরে থাক আল্লাহর শত্রুদের পরাজয়ে কাঁদছি, দুয়া করছি, তাদের বিজয়ে আনন্দ করছি!!!!!
তাই ভাই এখনো সময় আছে মুসলমান হওয়ার চেষ্টা করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


