লাজলজ্জার মাথা খেয়ে শুধু ঐ একটা কমেন্ট করার জন্যই সেদিন আমি সা.ই.ব. তে একটা অ্যাকাউন্টও খুলে ফেললাম ! ঘটনা যে সেখানেই শেষ হবার নয়, সেটি আমি তখনও বুঝি নাই ! অ্যাকাউন্ট খালি থাকলেই হবে না, নিয়মিত পোষ্ট দিয়ে “সেইফ জোনে” পৌঁছাতে হবে – তার আগে - নো কমেন্টস ! এখন আমার যুদ্ধ “একটিমাত্র কমেন্ট” করার যোগ্যতা অর্জনের !
ভুল বুঝবেন না, আমি এতক্ষণ যা বললাম তা আসলে মোটেই অপ্রাসঙ্গিক নয়। আসিফের ঐ “ছবিব্লগ” দেখে আমারও সেদিন একটা ছবিব্লগ লেখার ইচ্ছা হয়েছিল। অল্প কিছুদিনের মধ্যেই বুঝতে পারলাম ব্লগের সবচেয়ে সহজ এবং ফাঁকিবাজি মার্কা পোস্ট হল “ছবিব্লগ” ! ৫/৬ টা চার রঙা (CMYK) “ডিস্টিং ডিস্টিং” মার্কা ছবি আর কিছু রসালো বর্ণনা হলেই হল! আমি আমার কমেন্ট করার মনোবাসনা হয়তো এখনও পূরণ করতে পারিনি, আপাতত এই ফাঁকিবাজি মার্কা ছবিব্লগ লিখে সামান্য খায়েশ মিটাই ! বেয়াদপি মাফ করবেন !
এই ছবি ব্লগটি মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ি নিয়ে। অবাক করা ব্যাপার হল, মানিকগঞ্জে যে এত বিশাল জায়গা নিয়ে একটা জমিদার বাড়ি আজও টিকে আছে, সেটা অনেকেই জানেন না। লালবাগ কেল্লা আর আহসানমঞ্জিলে একবার পা ফেলতে পারলেই পরম তৃপ্তিতে সবার দুচোখের পাতা বন্ধ হয়ে যায় আর মনে মনে বলে “আহা, এ কী দেখলাম, এ কী দেখলাম!” কিন্তু আসল ব্যাপার হল, ঐ দুটোতে আভিজাত্য এবং প্রাচীনত্বের বদলে এখন খালি নতুনত্বের ছড়াছড়ি। রঙচঙা দালান, কোথাও আবার টাইলসও লাগানো। অবশ্য যেই যায়গায় চ্যানেল আই তাদের বর্ষপূর্তি অতি আড়ম্বরের সাথে উদযাপন করবে, সেই যায়গা টা অতটুকু রঙচঙা না হলে কি চলে ! সেই তুলনায় বালিয়াটি জমিদার বাড়ি অনেকটাই চমকে যাওয়ার মত! (যদিও ইতোমধ্যে দুইটা আলিসান দালান কে এখানেও আধুনিক রঙে সাজানো হয়ে গেছে। হায় আফসোস !) পুরোনো বাড়ি, আলো-আঁধারি, ভাঙা ব্যালকনি, কাঠের সিঁড়ি, যে কোনো সময় মট করে ভেঙে পপাত ধরনীতল হওয়ার ভয় – সব মিলিয়ে আসলেই মনে হয় এ নিশ্চয়ই অন্য কোন এক দুনিয়া। আসলে এটা পুরোপুরি অনুভব করার ব্যাপার। নিজে গিয়ে ব্যাপারটা অনুভব না করলে আসলে কেউ বলে অনুভব করিয়ে দিতে পারবে না।
ছবিব্লগে কথাই বেশি হয়ে যাচ্ছে হয়তো। আর বলবো না। ছবি দেখুন, সময় করে গিয়ে ঘুরে আসুন (বাকি দালানগুলিও “আধুনিক/অত্যাধুনিক/ডিজিটাল” রঙে রঞ্জিত করে ফেলার আগেই), অন্যদেরকেও ঘুরে আসার উপদেশ দিন।

জমিদার বাড়ির উত্তর-পশ্চিম কোণের দালান (যা এখনও পুরাতনই আছে)

অন্দরমহলের একটি অংশ

ভয় পাবেন না, যথেষ্ঠ মজবুত!

জমিদার জমিদার ভাব নিয়ে দাঁড়িয়ে আমরা ৭ জন!
আমাদের ৭ জনের একটি ভাবানুবাদ পোজ!

জমিদার বাড়ির পুকুর পাড়, যদিও পানি ভয়াবহ রকমের নোংরা!
বাকি ছবিগুলো মডেলিংয়ে আমাদের অসামান্য দক্ষতার পরিচায়ক! জমিদার বাড়ি with some জমিদারs !
সে এক ঐতিহাসিক স্থান! ভাব মেরে দাঁড়িয়ে থাকা লোকটি আমি!
আহা, সে যে কী আলো আঁধারির খেলা....!
Frame inside a Frame!
আবারো ওরা ৭ জন!
কাঠের সিঁড়ি
"মাআআআ.... কাসাম....! যাব ইয়ে ধাই কিলো কা হাত কিসিকি উপার পারতা হ্যায়, তাব আদমি......"
দেবদাস লুক!
আবারো আলোর কারসাজি
"নটরাজ পোজ" আমার এক বন্ধু কর্তৃক প্রাপ্ত টাইটেল!
"এ জামা... এ জামা..... মোশাররফের জামা.....!"
জমিদারী পোজ!
কে ক্রেফট, দেশাল, সাদাকালো, প্রবর্তনা, বাংলার মেলা, অঞ্জন'স, বিবিয়ানা, নাগরদোলা, রঙ - আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ব্যাপারটা বিবেচনা করে দেখব....!
গিয়ে দেখবেন, ভালো না লেগে উপায় নাই। দিনের আলো থাকতে যাবেন অবশ্যই। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




