সবার ভাবনা একটাই আন্দোলন । আজও যাব । সন্ধার আলোতে মিছিল আমাকে খুব টানে , তাই সন্ধায় ই যাব । দেখা হবে রাজপথে ।
আকাশের বুকে যখন আলো মিলিয়ে যাবে তখনো আমরা আলো হয়ে জেগে রবো দেশের জন্য ।
কিন্তু আজকের স্লোগান কি হবে ? গতকালের মত , নাকি এক ধফা নিয়ে আন্দোলন হবে ,
বানানো হবে নতুন স্লোগান ? না হলে কি আন্দোলনের সুফল আসবে ? কারন
ট্রাইবুনালের ২১(২) নং ধারায় বলা হচ্ছে , কোন আসামী বেকেসুর খালাস (Accrual ) হলেই সরকার পক্ষ আফেলিয়েট ডিভিসনে আপীল করতে পারবে / সাজা প্রাপ্তদের সাজা বৃদ্ধির জন্য আপীল করার সুযোগ নেই । ধারা না পালটালে কি কাদের মুল্লা সহ বাকী রাজাকার দের সাজা নিশ্চিত কারা যাবে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




