ব্লগে আর আগের মতন মজা নাই, আগে কি সুন্দর ব্লগিং হইতো, আড্ডাবাজী হইতো। কই গেলো সেই সব সোনার দিন ? আহ অফলাইনে বইসা বইসা সেইসকল আড্ডাবাজী দেখতাম আর ভাবতাম একদিন আমিও এরাম আড্ডামু। কই গেল সেই সব দিন !!!
আজকে সবাই স্বার্থপর, নিজেরে নিয়া ব্যাস্ত। একসময়ের অনেক তুখোর ব্লগার বিভিন্ন কারনে ব্লগ ছাইড়া গ্যাছে গা তাগোরে ধইরা রাখার বা ফিরায়া আনার চেষ্টাও হইছে কম বেশি কিন্তু যে যাওয়ার সে তো যাবেই। তাই হইছে, যারা গেছে তাদের বেশিরভাগই আর ফেরত আসে নাই।
কমিউনিটি ব্লগিং এর প্রাণ হইল এর ব্লগাররা, এরা যদি ব্লগের পরিবেশ দেইখা চইলা যায় সেটা অত্যন্ত দুঃখজনক। সামু অনেক বড় বড় ব্লগার জন্ম দিছে কিন্তু আফসোস তাদের ধরে রাখতে পারে নাই। এতে তাদের যতটা না ক্ষোভ তার চেয়ে সামুর দোষ বেশি।
আশা করি সামুতে পরিস্কার, সৃষ্টিশীল লেখা আসবে, মডারেটর প্যানেল আরো শক্তিশালী এবং নিরপেক্ষভাবে তাদের কাজ করবে। সবাইকে ধন্যবাদ। প্রশ্ন করেছিলাম কেমন আছেন ? যেহেতু এখনো ওয়াচে আছি প্রথম পাতায় এই পোস্ট যাওয়ার কোন সম্ভাবনা নাই। তাই উত্তরের আশাও করছি না। কেউ যদি পড়েন তার জন্য বলছি, আমি ভালো আছি, আপনিও ভালো থাকবেন
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১২ সকাল ১১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


