কেমন আছেন সবাই ? আগের ব্লগে লিখেছিলাম আমার লেখা আপনাদের পড়ার সম্ভাবনা খুব কম কারণ আমি এখনো ওয়াচে আছি। ব্যাপারটা আসলে তাই ঘটেছে। কেউ একজনও আমার ব্লগে আসেননি। যাই হোক ওয়াচে থাকা ভালো। নিজেকে নিরাপদ মনে হয়। কেউ তো অন্তত আমার দিকে খেয়াল রাখছেন, এই রাষ্ট্রের নাগরিকদের এখন সবচেয়ে বেশি যেটার প্রয়োজন তা হচ্ছে নিরাপত্তা। ওয়াচে থাকার মানে হল নিরাপদে আছি।
ইদানিং রাষ্ট্রও সম্ভবত নিজেকে অতটা নিরাপদ ভাবতে পারছে না। সেই কারনে প্রায়ই বিভিন্নজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ করছে। কিংবা বলা যায় রাষ্ট্রে হঠাৎ করেই রাষ্ট্রদ্রোহীদের প্রচন্ড উৎপাত শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র থেকে শুরু করে সম্প্রতি সুশীল সমাজের একজন বিশিষ্ট ব্যাক্তিত্বের দেয়া বক্তব্যকে কেন্দ্র সাংসদ-স্পিকার-বিচারপতিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগের বন্যা শুরু হয়েছে।
জানি না এর শেষ কোথায় ? তবে এটুকু বুঝতে পারছি আর যাই হোক এর শেষটা ভালো হবে না। তবে অনেক ধ্বংসাত্মক ঘটনারও পজিটিভ ইফেক্ট থাকতে পারে, তবে এই ঘটনার থাকবে। হ্যা একটা পজিটিভ ব্যাপার যেটা ঘটতে পারে তা হচ্ছে রাষ্ট্রদ্রোহের ব্যাপারে সাধারণ মানুষ বিশেষ করে মধ্যবিত্তদের কিছুটা জ্ঞান অর্জন হতে পারে। গত নির্বাচিত সরকারের মেয়াদ শেষে যেভাবে সংবিধানের চাহিদা বৃ্দ্ধি পেয়েছিল এবারও সেটা বাড়তে পারে।
বাংলাদেশে সংবিধান সম্পর্কে ধারণা রাখা মানুষের সংখ্যা শিক্ষিতদের তুলনায় কম, অনেক ডিগ্রিধারী মানুষও সংবিধান সম্পর্কে পরিস্কার ধারণা রাখেন না। এই ধাক্কায় যদি তাদেরও সংবিধান সম্পর্কে একটা ধারণা হয় এবং তারাও যদি রাষ্ট্রদ্রোহ সম্পর্কে সচেতন হন সেটাই হবে চলমান ঘটনার পজিটিভ ইফেক্ট।
সবশেষে কিছু প্রশ্ন রাখতে চাই, রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যাবহার করা কিংবা ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় সম্পত্তি আত্মস্যাৎ করাটা কি রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে কি না ? জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে সংসদে না যাওয়াটা কি রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে কি না ? নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেই কোন দল বা জোটের স্বৈরাচারের ন্যায় আচরণ সংবিধানসম্মত কি না ? দলীয় বিবেচনায় বিচারপতি নিয়োগ দেয়া রাষ্ট্রদ্রোহীতার পর্যায়ে পড়ে কি না ? নিয়োগপ্রাপ্ত বিচারপতিকে 'স্যাডিস্ট' বলা সংবিধান লঙ্ঘন কি না ?
যদি না হয় তাহলে আমার প্রশ্ন একজন স্যাডিস্ট কিভাবে বিচারক হিসেবে নিয়োগ পায় ? যারা এই নিয়োগের সাথে যুক্ত তারা কি রাষ্ট্রদ্রোহ করলেন না ?
আরো অনেক প্রশ্ন ছিল। নাস্তা করি নাই, নাস্তা করতে যাই। পরে কথা হবে। ভালো থাকবেন।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১২ সকাল ৯:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


