দৌড়ের মহিমা এক জীবনে বলিয়া শেষ করা যাইবনা ...
জীবন বাচাতে দৌড় (দৌড় সালাউদ্দিন),
জীবন সাজাতে দৌড় (আবুল)
আমরা হারা জীবন দৌড়াইলেও জীবন সাজাইতে পারুম না, জীবন বাচাইতেই দৌড়ান লাগবো..... কিন্তু কোন দিকে দৌড়ামু
উত্তরে যেতে মানা,
দক্ষিনে আনাগোনা
পূর্বের হাতে লাঠি
পশ্চিমে দে দৌড়
নগর বাউল পশ্চিম দিকে দৌড়াতে কেন কইছে অহনে বুঝবার পারতাছি...পশ্চিমে ফাকিস্তান আছে, সৌদিও আছে......দেউল্লা, সাকা এইডা টাইমমতো বুঝবার পাড়লে আর জেলে পচতে হইতোনা। কিন্তু আমরাতো পশ্চিমে দৌড়াইতে পারতাছিনা, ভারতে ঢুকলে বিএসএএফ গুলি কইরা দিব, পাকিতে বোমা খামু, সৌদিতে কল্লা নাই...আহেন উপরের দিকে দৌড়াই
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১১ সকাল ১১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




