।ভেতরে কি হচ্ছে ত্রীব আকাঙ্খা থাকে । প্রতিটা বাসার আলাদা গল্প ,আলাদ মানুষ ।বেশি ভাল লাগে যখন দেখি 25 পাওয়ারের লাইট জলতেছে । যদিও কখনও বাসাগুলোর পুরো কাহিনী জানা যায় না ।আসবাব ,চিৎকার ,লাইট,গেট আর বারান্দা দেখে কিছুটা ধারনা করা যায় ।দেখি , ভাল লাগে , চিন্তা করি ।আসলে শুধু শুধু রিকশায় বসে থাকার কোন মানে আছে তারচেয়ে কিছু দেখি ।
কিন্তু আজকে সকালে 2 বার রিকশা থেকে পরতে পরতে বাচছি । কলেজে যাবার সময় দেখি অনেক আইসএিম এর গাড়ি ওদিকে তাকালাম পাশের রিকশার চাকার সাথে বারি খেল আমি যে রিকশায় ছিলাম ।সকাল সকাল মুড খারাপ করতে চাইনাই ।কিছু বললাম না ।তারপর আসার সময় আবার একই ঘটনা ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



