। নেমে দেখি আমার ইউনিফর্ম ধুলা । (আম্মাআআ) ।খারাপ কাজ করার ফল । তারপর তাড়াতাড়ি করে ক্লাসে গেলাম ।সিউতি তখন ক্লাসে আসল । একটা কাজ করে ওর মেজাজ খারাপ করে দিলাম । ছুটির পর নোট তানির ব্যাগে গেল পরশু আসবে আমার হাতে এবং পরে সিউত কে দিয়ে দেব ।বেচারী নিশ্চয়ই মাথার চুল ছিরতেছে ।
i m sorry আমাদের ক্লাসে 2 টা গ্রুপ আছে ।একদলের ঠান্ডা লাগে আর 1 টার গরম । সারা ক্লাস সুইচ অফ অন করতে হয় ।তবে টিচার যা করতে বলবেন সেই দল জিতে । যমজ বোন রা ঠান্ডা লাগার দলে প্রাইভেটেও এটা নিয়ে চিল্লা ফাল্লা করে ।
আরেকটা কথা আজকে আমি নুডলস রান্না করছি ।দেখলাম এর থেকে সহজ কিছু নাই ।প্রথমে বরবটি কাটলাম একেকটা একেক সাইজের ।তারপর একগাদা পানির মধ্যে দিলাম সিদ্ধ করলাম ।সিদ্ধহল আর পাতিল টা পুড়ল
।তারপর 1 ঘন্টা সময় লাগায় নুডলস রান্না করলাম ।খেয়ে দেখলাম not bad ।কয়েকদিন ধরে একটা প্রজাপতি আমাদের বাসায় বেড়াতে আসছে ।এক জায়গায় বসে থাকে ।গতকাল চলে গেছিল আজকে আবার আসছে । কেমন জানি রং ।
আজকের মত আমার কথা শেষ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



