সুখতারাকে বললাম
এতো মিটিমিটি আলো কোথা থেকে পাও
সুখতারা বললো
তোমার চোখের আলো থেকে
রজনিগন্ধ্যাকে বললাম
এতো সুগন্ধি সুবাস কোথা থেকে পাও
বললো তোমার নিঃশ্বাস থেকে
ইকোলজিকে বললাম
তোমাকে কি বিশ্বাস করা যায়?
ইকোলজি বললো
একবার বিশ্বাস করেই দেখো
চোখ দুটো নদী হয়ে যাবে
সত্যি করেই চোখদুটো নদী হলো
চৌচির হলো বিশ্বাস আর ভালোবাসার পাটাতন
সভ্যতার দিকপাল কাহিনি অশ্রুর ধারা হয়ে-
নিষ্পাপ হতাশামাখা চাহনি হোয়াংহোর মতো-
হলো একের পর এক মাইলস্টোনের পরাজয়
এখন ওরাংওটাং এর মায়াবী ময়তার হাতছানি
চোখদুটো যেন অ্যাঞ্জেল জলপ্রপাত
হতথম্ভ হলো ডেড সি
এখনো আছি, বেঁচে আছি
কেন যেন নিজেকে এখন একজন স্ট্রটোস্ফয়ারের মতো মনে হয়!

সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




