somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মঈন, ভাই আমার

১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মঈন কে নিয়ে প্রথম আলোর রিপোর্ট েনপালে গিয়ে নিখোঁজ বুয়েটের ছাত্র সানি
কামরুল হাসান
েশাবার ঘরে বই আর বই, সবই ভ্রমণের৷ আছে েদশ-বিদেশের মানচিত্র, দুর্গম পথে চলার দিক নির্দেশনা৷ এ ঘরের বাসিন্দা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিদ্যার চতুর্থ বর্ষের ছাত্র মাসরুর মঈন সানি, দু:সাহসিক ভ্রমণই যার একমাত্র নেশা। তিন মাস আগে োসই োনশার টানে োনপালের হিমালয়ে উঠতে গিয়ে তিনি হারিয়ে যান৷ এরপর োথকে তাঁর আর োকানো োখাঁজ োনই৷
নিখোঁজ সানির সহযাਠী ছিলেন তাঁরই সহপাঠী ও বਬઓ ভাੌর আহমেদ৷ ভাੌর নিজেও নিઉিচত করে বলতে পারছেন না, সানি মারা োগছে না োবঁচে আছেন৷ সানির পরিবার এ নিয়ে থানায় অভিযোগ করেছে৷ অভিযোগটির তদੰ੪ ੂরઔ করেছে সিআইডি পઓলিশ৷ তারা ভাੌরকে জিਛাসাবাদও করে৷ একই সਔে সানির মায়ের অভিযোগের ভিਡিতে োনপাল পઓলিশ বিষয়টি তদੰ੪ করছে৷
সিআইডির অতিরিਡઙ পઓলিশ সઓপার আবদઓলઇাহ আরেফ পઝথম আলোকে বলেন, সানির মা োজবઓনেੱসার োদওয়া অভিযোগের তদੰ੪ তাঁরা ੂরઔ করেছেন৷ তবে সানির অবએઐান সઃপকেગ তাঁরা এখনো নিઉিচত হতে পারছেন না৷
পઓরানা পઈটনের ইઍটানગ সিটি অઘাপাটગমে੯েটর বাসি੯দা অবসরপઝাਮ কমગকতગা আবদઓল মঈনের দઓই োছলের মধেઘ োছাট োছলে সানি৷ োমধাবী সানি মিরপઓরের হারমઘান োমইনার ੌઓল ও কলেজ োথকে পাস করে ২০০৪ সালে বাংলাদেশ পઝকৌশল বিশੴবিদઘালয়ে (বઓয়েট) એઐাপতઘ বিদઘা বিভাগে ভতিગ হন৷ োছলেবেলা োথকেই ਸমণ তাঁকে োপয়ে বসে৷ এসএসসি ও এইচএসসি পরীਉার ফল োবর হওয়ার আগেই োদশের পઝায় সব োজলা তিনি ঘઓরে োদখেন৷ ২০০৭ সালে ভারতের ১৭টি রাজઘ ঘઓরে আসেন৷ বা੯দরবানের পাহাড়েও ১৩ দিন কাটান৷ এরপর সিਤাੰ੪ োনন োনপালে যাওয়ার, হিমালয়কে কাছ োথকে োদখার৷
োজবઓনেੱসা জানান, ভারত ঘઓরে আসার পর আবার োবরিয়ে পড়ার জনઘ সানি অએিઐর হয়ে উঠেছিল৷ কিੰ੫ পরিবার োথকে সায় পা੧িছল না৷ বઓয়েটের বৃਡির টাকা নিয়ে কাউকে কিছઓ না জানিয়ে গত ৭ জઓলাই োস বাড়ি োথকে োবর হয়ে যায়৷ তবে এবার তারা পઝথমে আখাউড়া সীমাੰ੪ দিয়ে ਠিপઓরায় যায়৷ োসখান োথকে আসাম হয়ে শিলিਊড়ি োপৗঁছায়৷ এক দিন শিলিਊড়িতে থাকার পর কাকরভিটা সীমাੰ੪ অতিਠઙম করে ভিসা ছাড়াই োনপালে ঢઓকে পড়ে৷ তারা োনপালের থামেলে অবએઐান করেছে৷
োজবઓনেੱসা জানান, তিনি এসব জানতে পারেন সানির সহযোগী ভাੌরের পরিবারের কাছে পাঠানো ই-োমইল োথকে৷ তবে এর মধেઘ সানি তাদের সਔে োকানো োযাগাযোগ করেনি৷ োদড় মাস পরে ভাੌরের পরিবার োথকে োফান করে তাঁকে জানানো হয়, সানি ও ভাੌর পাহাড়ে উঠতে গিয়ে দઓঘગটনায় পড়েছে৷ এ খবর োপয়ে ভাੌরের বাবা অবসরপઝাਮ োসনা কমગকতગা ও তাঁর মা কাঠমাਫઓ চলে যান৷ বাবা-মায়ের চাপে গত ১ োসੳেটਹর ভাੌর োদশে ফিরে আসেন৷
োজবઓনেੱসা জানান, ভাੌরের কাছে তিনি সানির ফিরে না আসা সઃপকেગ জানতে চান৷ ভাੌর তাঁকে জানান, থামেলের ওমতারা নামের একটি োগઍটহাউসে থাকার সময় সੰে੪াষ, বদিગ ও সিবা নামে তিন োনপালি যઓবকের সਔে তাঁদের পরিচয় হয়৷ ওই তিন যઓবকের সহায়তায় োনপালের ধাবিং ও রসઓয়া োজলার সীমাੰ੪ সিংলার চার হাজার ফઓট ওপরে একটি পাহাড়ে ਸমণ করেন৷ ওই ਸমণের সময় সানি উঠতে পারলেও ভাੌর উঠতে না োপরে কাঠমাਫઓতে ফিরে আসেন৷ এরপর তাঁর আর োকানো োখাঁজ োমলেনি৷
সানির বাবা আবদઓল মঈন অভিযোগ করেন, ভাੌরের বাবা ও মা কাঠমাਫઓ গিয়ে ভাੌরকে নিয়ে আসেন৷ তাঁরা কাঠমাਫઓতে એઐানীয় পઓলিশের কাছেও োকানো অভিযোগ করেননি৷ ঢাকায় ফিরে এসেও ভাੌর একেক সময় একেক কথা বলতে থাকেন৷ তিনি বলেন, ভাੌর ও তাঁর বাবা-মা ঢাকায় ফিরে আসার পর তিনি ও তাঁর એ੬ী কাঠমাਫઓ গিয়ে বাংলাদেশ দકতাবাসের সাহাযઘ নিয়ে োছলের োখাঁজ-খবর করেন৷ তাঁরা োহাটেল োথকে সানির কাপড়-োচাপড়় বઘাগ, পাসপোটગ, টাকা-পয়সা ও ভাੌরের োলখা দઓটি চিঠি নিয়ে আসেন৷ এর একটি চিঠিতে ভাੌর লিখেছেন, ‘এই মઓহકতেગ োতার বઘাপারে সবচেয়ে বিশੴাসযোগઘ োয ধারণা োসটা হলো তઓই মারা োগছিস৷’ সানির বাবা বলেন, এ চিঠিই তাঁদের চিੰি੪ত করে তઓলেছে৷ তাঁদের ধারণা, সানি নিহত হয়েছে, না দઓঘગটনায় পড়েছে তার সবই ভাੌর জানে৷
এ বઘাপারে জানতে সানির বਬઓ ভাੌরের সਔে োযাগাযোগ করা হয়৷ ভাੌর পઝথম আলোকে জানান, একটি ਸমণকারী দলের সਔে এক দিন বাসে ও তিন দিন পায়ে োহঁটে তাঁরা সিংলায় যান৷ োসখানে তখন পূণিગমার উਅসব চলছিল৷ ওই উਅসব োশষে তিনি নিজে ফিরে এলেও সানি আর আসেনি৷ সানি তাঁকে পাঠিয়ে দিয়ে োসখানে োথকে যায়৷ সানির জনઘ তিন দিন কাঠমাਫઓতে অপেਉা করে তিনি োদশে ফিরে আসেন৷ সানির নিখোঁজ হওয়ার বઘাপারে োকন એઐানীয় পઓলিশের কাছে অভিযোগ করেননি? পઝশੱ করা হলে ভাੌর জানান, োনপালে তাঁরা অবৈধভাবে অবએઐান করছিলেন৷ ধরা পড়ার ভয়ে পઓলিশের কাছে যাননি৷ সানির অবએઐান সઃপকেગ জানতে চাইলে ভাੌর বলেন, তাঁর ধারণা সানি োকানো দলের সਔে অনઘਠ চলে োগছে অথবা পাহাড়ের গভীর খাদে পড়ে োগছে৷ পઓলিশি জিਛাসাবাদ সઃপকেગ তিনি বলেন, সিআইডি পઓলিশ বাসায় এসে তাঁকে জিਛাসাবাদ করেছে৷ তিনি পઓলিশের কাছে এসব ঘটনার বিবরণ দিয়েছেন৷
ভাੌরের মা এ বઘাপারে বলেন, সানি ও ভাੌর খઓব ভালো বਬઓ, তারা দઓজনে একই বিষয়ে পড়ে৷ ভাੌর সানির োকানো ਉতি করতে পারে না৷ তিনি দাবি করেন, বাড়ি ছাড়ার পর সানি তার বাবা-মায়ের সਔে োকানো রকম োযাগাযোগ করেনি৷ পাহাড়ে সানি োথকে োযতে োচয়েছে বলে তিনি মনে করেন৷ সানি নিখোঁজের বিষয়টি োকন পઓলিশকে জানালেন না পઝশੱ করা হলে তিনি বলেন, কাঠমাਫઓ যাওয়ার সময় তাঁরা সানির মা ও বাবাকে সਔে োযতে বলেছিলেন৷ কিੰ੫ তাঁরা যাননি৷
সানির মায়ের আবেদন সઃপকেગ জানতে চাইলে ঢাকায় পররাੈચ মੰ੬ণালয়ের কনসઓઘলার ও কলઘাণ শাখার একজন কমગকতગা পઝথম আলোকে বলেন, সানির মায়ের পাওয়া বিবরণ োনপালে কাঠমাਫઓ দકতাবাসে পাঠানো হয়েছে৷ তবে োসখানকার পઓলিশ এখনো সানির োকানো োখাঁজ করতে পারেনি৷ োযাগাযোগ করা হলে ঢাকায় োনপাল দકতাবাসের কমગকতગারা োকানো মੰ੪বઘ করতে রাজি হননি৷
সানির মা বলেন, ‘সੰ੪ানের জনઘ পઝতীਉায় থাকতে থাকতে আমি অধীর হয়ে উঠেছি৷ োয যੰ੬ণায় আমি দਐ হ੧িছ তা কাউকে োবাঝাতে পারব না, সੰ੪ান হারানোর এ যੰ੬ণা োবাঝানো যায় না৷’
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৮
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন চলবেই ... কারো জন্য থেমে থাকবে না

লিখেছেন অপু তানভীর, ০২ রা মে, ২০২৪ সকাল ১০:০৪



নাইমদের বাসার ঠিক সামনেই ছিল দোকানটা । দোকানের মাথার উপরে একটা সাইনবোর্ডে লেখা থাকতও ওয়ান টু নাইন্টি নাইন সপ ! তবে মূলত সেটা ছিল একটা ডিপার্টমেন্টাল স্টোর। প্রায়ই... ...বাকিটুকু পড়ুন

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ ঠেকাতে পুলিশি নির্মমতা

লিখেছেন এমজেডএফ, ০২ রা মে, ২০২৪ দুপুর ১:১১



সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে ফিলিস্তিনের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে বিক্ষোভের ঝড় বইছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ কর্মসূচী অব্যাহত রয়েছে। একাধিক বিশ্ববিদ্যালয় প্রশাসন বিক্ষোভ দমনের প্রচেষ্টা চালালেও তেমন সফল... ...বাকিটুকু পড়ুন

ছাঁদ কুঠরির কাব্যঃ ০১

লিখেছেন রানার ব্লগ, ০২ রা মে, ২০২৪ রাত ৯:৫৫



নতুন নতুন শহরে এলে মনে হয় প্রতি টি ছেলেরি এক টা প্রেম করতে ইচ্ছে হয় । এর পেছনের কারন যা আমার মনে হয় তা হলো, বাড়িতে মা, বোনের আদরে... ...বাকিটুকু পড়ুন

হিটস্ট্রোক - লক্ষণ ও তাৎক্ষণিক করণীয়

লিখেছেন ঢাকার লোক, ০২ রা মে, ২০২৪ রাত ১০:০৭

সাধারণত গরমে পরিশ্রম করার ফলে হিটস্ট্রোক হতে পারে। এতে দেহের তাপমাত্রা অতি দ্রুত বেড়ে ১০৪ ডিগ্রী ফারেনহাইট বা তারও বেশি হয়ে যেতে পারে।

হিটস্ট্রোক জরুরি চিকিৎসা প্রয়োজন। চিকিৎসা... ...বাকিটুকু পড়ুন

আল্লাহকে অবিশ্বাস করার সংগত কোন কারণ নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা মে, ২০২৪ রাত ১০:৪৩



সব কিছু এমনি এমনি হতে পারলে আল্লাহ এমনি এমনি হতে সমস্যা নাই। বীগ ব্যাং এ সব কিছু হতে পারলে আল্লাহও হতে পারেন। সব কিছুর প্রথম ঈশ্বর কণা হতে পারলে আল্লাহও... ...বাকিটুকু পড়ুন

×