বিভিন্ন দেশের নামকরণ রহস্য
পাকিসত্দান : পাঞ্জাবের P, আফগানিসত্দানের A, কাশ্মীরের K, সিন্ধুর S এবং বেলুচিসত্দানের TAN নিয়ে পাকিসত্দানের নাম করা হয়েছে। চৌধুরী রহমত আলী এই নাম গঠন করেন এবং মহাকবি স্যার আলস্নামা ইকবাল এই নামের প্রসত্দাব করেন।
ইন্ডিয়া : 'ইন্ডিয়া' শব্দের গ্রিক প্রতিশব্দ ইন্ডিগো। ইন্ডিগো শব্দের অর্থ নীল। ব্রিটিশরা বলপূর্বক ভারতে প্রচুর পরিমাণে নীল উৎপাদন করত। আর এই নীলের মূল শব্দ ইন্ডিগো থেকে ব্রিটিশরা ভারতের নাম রাখে ইন্ডিয়া।
মেসোপটেমিয়া : বর্তমান ইরাকের প্রাচীন নাম হচ্ছে মেসোপটেমিয়া। দুটি গ্রিক শব্দ থেকে এই নামের উৎপত্তি। 'মেসো' অর্থ মধ্যস্থল এবং পুটেনুস অর্থ নদী। অর্থাৎ দু'টি নদীর মধ্যবতর্ী স্থান। আর এই নদী দু'টি হলো ইউফ্রেসটিস ও টাইগ্রিস।
আমেরিকা : 1492 সালে ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কারের পর 1497 সালে আমেরিগো ভেসকুচি এই মহাদেশে আসেন এবং বহু অঞ্চল আবিষ্কার করেন। তার নামানুসারে আমেরিকার নামকরণ করা হয়।
ওয়েস্ট ইন্ডিজ : দ্বীপটির অবস্থান মেঙ্েিকা উপসাগরে। ইউরোপ থেকে পশ্চিম দিকে জাহাজ চালিয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস এখানে পেঁৗছান। তিনি ভেবেছিলেন হয়ত তিনি ইন্ডিয়াতে এসে পেঁৗছেছেন। কিন্তু পরে জানা গেল কলম্বাস যেখানে এসে পেঁৗছেছেন সেটি একটি নতুন ভূ-খণ্ড। তবু তার ভ্রানত্দ ধারণার ওপর শ্রদ্ধা করেই এর নাম রাখেন ওয়েস্টইন্ডিজ। অথবা পশ্চিম ভারতীয় দীপপুঞ্জ।
অস্ট্রেলিয়া : অস্ট্রেলিয়া শব্দের অর্থ হলো এশিয়ার দৰিণাঞ্চল। এই ভূ-খণ্ডটি এশিয়া মহাদেশের দৰিণে অবস্থিত বলে এর নাম হয়েছে অস্ট্রেলিয়া।
নিউজিল্যান্ড : 1646 সালে ডাচ নাবিক ভাসম্যান এ দ্বীপটি আবিষ্কার করেন। তিনি হল্যান্ড (নেদারল্যান্ড)- এর জিল্যান্ড প্রদেশের নামানুসারে এ দ্বীপটির নাম রাখেন নিউজিল্যান্ড অর্থাৎ নতুন জিল্যান্ড।
ফ্রান্স : 'ফ্রাংক' নামে একটি গোত্র প্রাচীনকালে এখানে বসতি স্থাপন করেছিলেন। তাদের নামানুসারে এই দেশের নাম হয়েছে ফ্রান্স।
সংগ্রহে : আসিফ মাহমুদ, সদর, নাটোর।
কয়েকটি দেশের পত্রিকার নাম
ডেইলি নিউজ : নিউইয়র্ক।
দ্য গার্ডিয়ান : লন্ডন।
নিউইয়র্ক টাইমস : যুক্তরাষ্ট্র।
প্রাভদা : মস্কো, রাশিয়া।
লেমন্ডে : প্যারিস, ফ্রান্স।
আল আহরাম : কায়রো, মিসর।
মারদেকা : ইন্দোনেশিয়া।
দ্য টাইমস : লন্ডন।
ডন : করাচি, পাকিসত্দান।
দি স্টেটসম্যান : ভারত।
দ্য ডেইলি মিরর : বিট্রেন।
ইউ ডেন্ডিয়া : মস্কো, রাশিয়া।
হেরাল্ড ট্রিবিউন : যুক্তরাষ্ট্র।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



