প্রেমিক হতে চাইলে জমা দিতে হবে আবেদন- সম্প্রতি এমনই আজব দাবি তুলেছেন এক তরুণী। এর আগে কখনও প্রেমে পড়েননি ২৩ বছর বয়সী ডাচ তরুণী ভেরা ডিজকম্যানস। তবে এবার সঙ্গীর খোঁজে বিজ্ঞপ্তি দিয়েছেন তিনি। ডিজকম্যানসের প্রেমিক হতে হলে তাকে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে পাঠাতে হবে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, প্রেমিক চেয়ে বিজ্ঞপ্তি দেয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ভেরা ডিজকম্যানসের প্রেমিক হওয়ার জন্য আবেদন জমা পড়েছে প্রায় ৩ হাজার। গেল ১ সেপ্টেম্বর প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
এতে বলা হয়, বর্তমানে লন্ডনে বসবাস করলেও নেদারল্যান্ডসের ইন্টারনেট ইনফ্লুয়েন্সারদের মধ্যে পরিচিত মুখ ভেরা। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের এই প্রেমিক খোঁজার বিষয়টি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি।
দেখে আসতে পারেন ভিডিও প্রতিবেদন টি: