আইন হচ্ছে, প্রয়োগ হবেনা। কয়টি ঘটনা আইনশৃংখলা বাহিনীর নজরে পরবে? কতজন শাস্তির আওতায় আসবে? আমরা অপরাধের বিলোপ চাই, অপরাধীর আগে। অপরাধিতো সৃষ্টি হতেই থাকবে।
আইন করে মেয়েদের আরো উশৃংখল হবার স্বাধীনতা দেয়া হবে। বখাটেদের যেমন শাস্তির আওতায় আনতে হবে, তেমনি এ ঘটনা বৃদ্ধির মূল কারণ বিষয়ও ব্যবস্থা নিতে হবে।
নাটক, সিনেমা, বিজ্ঞাপন ইত্যাদির মাধ্যমে বুঝানো হবে যে প্রেম পবিত্র বিষয়। অশ্লীলতার প্র্রসারকে প্রগতিশীলতা বলা হবে।
আর কোন মেয়ের প্রতি কোন ছেলের প্রেম জন্মালে, ছেলে তাকে প্রস্তাব দিলে এবং যদি মেয়েটির কাছে ছেলেটিকে পছন্দ না হয় তবে ছেলেটি হয়ে যাবে বখাটে বা ইভটিজার!!!!!
আর যদি মেয়েও রাজি থাকে তবে তাদের মধ্যে গড়ে উঠবে সম্পর্ক!!!!
আর উপরের বিষয়টির যদি বিপরীত ঘটে তবে তাকে কিছুই বলবনা!!!!
সামাজিকভাবে মিডিয়ার মাধ্যমে অশ্লীলতাকে প্রস্রয় না দিয়ে এসব অসামাজিক ও অপ্রীতিকর বিষয়গুলো গোড়া শুদ্ধ পারলে উপরে ফেলুন।
জানিনা তার কতটুকু পারবেন?
----------------------------------------------------------------
মুসলমান প্রতিটি ভাই-বোনকে বলব, যদি স্রষ্টার প্রতি বিশ্বাস থাকে, ভরসা থাকে তবে তার বিষয়ে এতটুকু বিশ্বাস রাখা জরুরী যে, তিনিই তার সৃষ্টির সকল রহস্য জানেন। সৃষ্টির কোন দিকে ভাল, কোন দিকে নিরাপত্মা তা তার থেকে কেউ জানেনা। তাই তার হুকুম পালনে ত্রুটি থাকলে, তার বিশ্বাসে কতটা দৃঢ় সে বিষয় অবশ্যই প্রশ্নবিদ্ধ হবেন আপনি।
============================================
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১০ বিকাল ৫:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




