নিজস্ব প্রতিবেদন:
"প্রেমের বিয়ে বন্ধ কর, ঘটকদের রক্ষা কর" দাবীতে ঘটক রক্ষা কমিটি আ-মরণ অনশনের কর্মসূচী ঘোষনা করেছেন।
ঘটক রক্ষা কমিটি সভাপতি বলেন, "যুব সমাজকে বলব বর্তমানে দেশে ৬কোটি বেকার। ঘটকালি একটি মহৎ পেশা। বেকার না থেকে তোমরা এ পেশায় আস। সরকার কখনো ঘরে ঘরে চাকুরী দিতে পারবে না। আসুন সবাই মিলে এ মহৎ পেশাকে বাচিঁয়ে রাখতে এক ছাতার নিচে খাড়াই, দেশের বেকারত্ম কমাই।"
কমিটির সেক্রেটারী বলেন, "অবৈধ প্রেমের ফলে বর্তমানে অনেক পরিবার তাদের ছেলে-মেয়েদের নিয়ে চিন্তিত। এছাড়া তারা করছে নানা ধরনের ভুল। সমাজে নৈতিকতা, সামাজিকতা আজ মৃত প্রায়, তাই অবশ্যই প্রেমের বিয়ে অবৈধ ঘোষনা করতে হবে, এবং পরিবারের সমর্থন ছাড়া কোন বিয়ে যেন বৈধ না হয় সে বিষয়ে ব্যবস্থা গ্রহন করতে হবে"
তাদের আরো দাবি সমূহ হলঃ
০১। পার্কে জোড়ায় জোড়ায় বসা নিষিদ্ধ করতে হবে।
০২। FnF সহ রাত ১২টার পর কলরেট বাড়াতে হবে।
০৩। প্রেম করার উপর ১৪৪ ধারা জারি করতে হবে।
০৪। পরিবারের অনুমতি ছাড়া কোর্টে বিয়ে করা বন্ধ করতে হবে।
০৫। অবশ্যই বিয়ে ঘটকের মাধ্যমে হতে হবে।
০৬। অন্য সব পদ্ধতি নিষিদ্ধ করতে হবে।
তারা তাদের দাবি সমূহ মেনে নেয়া আগ পর্যন্ত আ-মরন অনশন করবেন বলে জানিয়েছেন।।
===========================================
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১০ বিকাল ৩:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




