
সমাসক্তরা কাটারি হাতে নেয় চাট্টি বিষাক্ত বড়ির জন্য,
বৈভিন্ন্য মস্তানরা সর্বস্বান্ত হয় নিলামে সস্তা মৃত্যু কিনে,
বেনে হওয়ার জন্য জীবনের মূল্য আর জানতেও চাইনা,
মুনি বলেছিলেন পৃথিবীতে পাবে মন্দাকিনীর মিলনমোহনা,
বেওনা বলেছিল, বাড়ি গাড়ি নারী ছাড়া জীবন অর্থহীন,
রূপহীন কৃত্রিম সৌন্দর্যের জন্য বিকাশশীল সুন্দরীরা মরিয়া,
দরদিয়া নতুন প্রজন্ম জন্ম দিতে না পেরে জরায়ুরা সঙ্কুচিত,
ভদ্রোচিত আঠারো ঘণ্টা কাজে স্বভাব নষ্ট হওয়া স্বাভাবিক,
অস্বাভাবিক সত্তার নিরাসক্ত মনে সম্ভোগবাসনা থাকে না,
অধুনা ধার কর্জের চিন্তায় হিতাহিতজ্ঞানশূন্য হওয়া যায় না,
অনুশোচনা বাতাসে এখন আর আশা অথবা আশ্বাস নাই,
তাই নিষ্পাপের শাপ দীর্ঘশ্বাসে শান্তি পুড়ে ছারখার হয়েছে।
বইর নাম #বৃত্তে_বৃত্তান্ত
প্রথম প্রকাশ সেপ্টেম্বর ২০১৭
ISBN-13: 978-1977595935
© Mohammed Abdulhaque
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


