
- বাংলাদেশ মুসলমানদের দেশ -
ধর্মের দোহাই দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল। বৈরসাধনের জন্য বৈরীরা ধর্মকে হাতিয়ার বানিয়ে বারবার বিরোধ এবং বিদ্বেষমূলক পরিস্থি সৃষ্টি করে এবং তাদের ষড়যন্ত্রের সড় সাট না বুঝে ধর্মপ্রাণ দেশবাসী প্রতিবাদের জন্য পথে নেমে দেশের পরিস্থিকে অস্থির করেন। এসব বাদ দিয়ে ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য চাইলে এসব সৃষ্ট সমস্যা সত্বর সমাধান হবে।
আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব...
আমরা আল্লাহকে ভুলে অন্যের শরণাপন্ন হয়ে বিপন্ন হচ্ছি। সম্পদ এবং ক্ষমতার লোভে আল্লাহকে অসন্তুষ্ট করে মুসলমানরা পদে পদে অপদস্ত হচ্ছি, হাসরের মাঠেও লজ্জিত এবং শাস্তিপ্রাপ্ত হব। হে আমার সম্প্রদায়, এখনো সময় আছে, আসো সম্মিলিত ভাবে আল্লাহকে স্মরণ করি। আসো সম্মিলিত ভাবে সমাজসেবা করি। আসো সম্মিলিত ভাবে স্বর্গোপযোগী হই। মনে রাখতে হবে, আল্লাহ হলেন সবার স্রষ্টা এবং স্বর্গ হলো আল্লাহর সন্তুষ্টকারীদের জন্য। আল্লাহ অসন্তুষ্ট হলে আশমান থেকে অভিশাপ নামে।
কর্মিষ্ঠ এবং কর্তব্যপরায়ণ হলে জীবন এবং পারিবেশ হবে স্বর্গিয়, দায়িত্বহীনের মত খাঁই খাঁই করলে জীবন এবং পরিবেশ হবে নারকীয়।
পঞ্চাশ বছর পরেও আমরা সত্যাসত্যের অর্থ জানতে পারিনি, আমরা স্বাধীনতা উপভোগ করতে পারিনি।
© Mohammed Abdulhaque
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




