
কেউ কি কখনো জানতে চেয়েছেন, পূর্বলন্ডনে কেন এত সিলটি বাংলাদেশি?
উত্তর হলো আপতাব আলী। আপতাব আলীকে আমরা ভুলে ফেলেছি।
আপতাব আলী
বৃটেনে যারা এসেছিলেন তাদের বেশির ভাগ ছিলেন গ্রামের এবং অশিক্ষিত।
Monica Ali এবং Rushanara Ali
দুজনই বাংলাদেশি। Monica Ali বাংলেদেশিকে এক্কেবারে বানর বানাতে চেয়েছিলেন।
থাক! এসব নিয়ে লেখালেখি আমার কাজ নয়। আমি গল্প কবিতা লেখি তাতে সীমাবদ্ধ থাকাই উত্তম।
শুধু এতটুকু বলব, আমাদের মাঝে মিল-মিশ থাকলে সবাই অনেক লাভবান হতাম। আমরা এখনো সিলটি ননসিলটি বলে চিল্লাই। সিলটিরা কাচ্চি ভাষায় কথা বলে। এসব আউল ফাউল বিষয় এখনো প্রচলিত।
ভাইরে ভাই, বায়ুগ্রস্তদের ভাব দেখলে বাতের ব্যথা বাড়ে।
ব্রিটিশ বাংলাদেশী
মনের দুঃখে জাতে বাংলাদেশি লিখেছিলাম অনেক কিছু লিখতে চাইলেও পারিনি তাই উপন্যাস আকারে লিখেছি।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



