
ততঃ বলে থেমে অতঃপর বলে সে বললো, তারপর যা হয়েছিল তা বিশ্লেষণ করার জন্য তৎকালে তাত্ত্বিক বলেছিলেন, তদবধি সব স্বাভাবিক ছিল, তবে তদনন্তর থেকে তদানীন্তনের তত্ত্বাবধায়করা যত্নবান থাকা সত্ত্বেও বর্তমান প্রজন্ম তাদের স্থলাভিষিক্ত হতে পারেনি।
দয়া করে আমাকে অবাঙাল ডাকবেন না। এই সংলাপের সব শব্দ বাংলা। পারলে এই সংলাপে কাজ করে উন্নত করার চেষ্টা করুন, আমাকে নিরুৎসাহিত করার চেষ্টা করলে নির্ঘাত ব্যর্থ হবেন। এই সংলাপ সৃষ্টি করার আসল কারণ হলো, তারপর এবং অতঃপর, আপাতত এতটুকুই।
"আপাতদৃষ্টিতে আপাতত কঠিন অথবা আপাতত সুন্দর মনে হলেও বাস্তবতা অত্যন্ত সুন্দর।"
© Mohammed Abdulhaque
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০২২ বিকাল ৩:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



