কত স্বপ্ন দেখাবি তুই মন ,
ধূ-ধূ বিশাল প্রান্তরে ! !
মরীচিকা যেথায় অদৃশ্যরুপে ,
শুধু চোখ রাঙ্গায়! !
চলনা চলি সুখ-পাখির খোজে! !
বালি রাজ্যেরে সীমান্ত ছেড়ে বহুদূরে! !
যেথায় রাতের আকাশে পাচঁ তারা মোর চোখ ভরায় ! !
চলনা সেই মনপুরায়! !
চলে যা তুই ওহে সুখ সন্ধানী,
নীল নদীটা চিকচিক করেনা যে আর ,
আমার মত সেও খুব দুঃখী ,
সাগর কাছে চায় হারাবার!
কত স্বপ্ন দেখাবি তুই মন ,
ধূ-ধূ বিশাল প্রান্তরে ! !
মরীচিকা যেথায় অদৃশ্যরুপে ,
শুধু চোখ রাঙ্গায়! !
চলনা চলি সুখ-পাখির খোজে! !
বালি রাজ্যেরে সীমান্ত ছেড়ে বহুদূরে! !
যেথায় রাতের আকাশে পাচঁ তারা মোর চোখ ভরায় ! !
চলনা সেই মনপুরায়! !
চলে যা তুই ওহে সুখ সন্ধানী,
নীল নদীটা চিকচিক করেনা যে আর ,
আমার মত সেও খুব দুঃখী ,
সাগর কাছে চায় হারাবার!
কত স্বপ্ন দেখাবি তুই মন ,
ধূ-ধূ বিশাল প্রান্তরে ! !
মরীচিকা যেথায় অদৃশ্যরুপে ,
শুধু চোখ রাঙ্গায়! !
চলনা চলি সুখ-পাখির খোজে! !
বালি রাজ্যেরে সীমান্ত ছেড়ে বহুদূরে! !
যেথায় রাতের আকাশে পাচঁ তারা মোর চোখ ভরায় ! !
চলনা সেই মনপুরায়! !
চলে যা তুই ওহে সুখ সন্ধানী,
নীল নদীটা চিকচিক করেনা যে আর ,
আমার মত সেও খুব দুঃখী ,
সাগর কাছে চায় হারাবার!
কত স্বপ্ন দেখাবি তুই মন ,
ধূ-ধূ বিশাল প্রান্তরে ! !
মরীচিকা যেথায় অদৃশ্যরুপে ,
শুধু চোখ রাঙ্গায়! !
চলনা চলি সুখ-পাখির খোজে! !
বালি রাজ্যেরে সীমান্ত ছেড়ে বহুদূরে! !
যেথায় রাতের আকাশে পাচঁ তারা মোর চোখ ভরায় ! !
চলনা সেই মনপুরায়! !
চলে যা তুই ওহে সুখ সন্ধানী,
নীল নদীটা চিকচিক করেনা যে আর ,
আমার মত সেও খুব দুঃখী ,
সাগর কাছে চায় হারাবার!
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



