
গতকাল উত্তরার ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার নামে একটি বহুতল শপিং কমপ্লেক্সে লিফট দূর্ঘটনায় ৬ মারা গেছেন। সকলের রুহের মাগফিরাত কামনা করছি। এবার আসুন জেনে নেই, লিফটের তার ছিঁড়ে গেলে আপনি কি করবেন? ধরুন, আপনি ৩০ তলা থেকে নামছেন ,হঠাৎ লিফটের তার ছিঁড়ে গেল। হু হু করে নিচে পড়েন। চার সেকেন্ডর একটু পরই আপনার বেগ হবে প্রায় ৪০ মিটার,যা ঘন্টায় ৯০ মাইলের সমান। আপনার ওজন যদি ৬০ কিলোগ্রাম , তাহলে ভরবেগ দাঁড়াবে ৬০x৪০ =২৪০০ কিলোগ্রাম-মিটার প্রতি সেকেন্ড। মধ্যকর্ষণজনিত ত্বরণ যেহেতু ৯.৮ মিটার প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে, তাই প্রতি মুহুতেই এই ভরবেগ বাড়তে থাকবে। অর্থাৎ , লিফটা যখন মাটিতে আছড়ে পড়বে, তখন আপনার ওজনের চেয়ে কয়েকগুন বেশি ওজনে ধাক্কা খাবেন। এমন কি আপনার মাথার ওজনের চাপে ঘাড় ভেঙ্গে যাবে। পা ভাঁজ করে ধাক্কা সামলানোর চেষ্টা করেও লাভ হবে না। কারণ, পড়ন্ত শরীরের প্রচন্ড ভরবেগ পা সইতে পারে না। লাফ দিয়ে শূন্য অবস্থানের চেষ্টাও বৃথা । কারণ, ঠিক কখন মাটি পড়বে বোঝা মুশকিল। এ অবস্থায় বুদ্ধিমানের কাজ হবে লিফটের মেঝেতে শটান হয়ে শুয়ে পড়া, যেন শরীরের চাপ বেশি ছড়ানো স্থানে পড়ে এবং শরীরের কোন অংশে যেন অন্য কোন অঙ্গপ্রত্যঙ্গের চাপ সইতে না হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


