পায়ের নিচ থেকে সরে যাচ্ছে বালি
সরে যাচ্ছে ভো-কাট্টা ঘুড়ি
লোকোচুরি লোকোচুরি খেলা।
সরে যাচ্ছে অর্কিড,খুলে যাচ্ছে কপাট
যে অর্গলের অন্তরাল ছিল উন্মুল
উপেক্ষার অনাদরে ঠাসা
কী ভাবে যেন তাতেই দুলে উঠছে অর্ক
কিছু চিহ্ন কিছু আকর কেবল দেখিয়ে যাচ্ছে অশনি সংকেত।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


