পাতা পড়ে আছে, অজস্র হলদে-লাল পাতা
বনে বনে হলদে-লালের উৎসব লেগেছে
আর বেমানান ওই গিরগিটি কী নিষ্পলক তাকিয়ে রয়েছে
যেন শূন্য দেখছে শুধু। কোনো রঙ নয়।কোনো লাল-হলুদও নয়।
আকাশ ঝেপে বৃষ্টি না এলে আমরা এই মানানসই কিংবা বেমানান
দৃশ্য দেখতেই থাকতাম। যদিনা ক্লিশে হয়ে যাওয়া কিছু রেকর্ড
ঠিক তখনি বেজে না উঠতো। তার চেয়ে-
বরং আমরা ভালুকের নাচ দেখবো কিংবা শুনবো চুলের গল্প
আমাদের ইনসোমনিয়া দূর হবার জন্য এর চেয়ে ভালো
নিদান আর কী হতে পারে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


