30.04.05
বৈশাখের প্রখর রোদ্রতাপ,
চারিদিকে জারুল , কৃষ্ণচূড়ার ছড়াছড়ি ;
ভীড়ের মাঝেও সাধ হয়
তোমার হাত ধরি-
সে হাত ধরা হয়না হায় ;
আসলে তুমি আমি সবাই অসহায় ।।
অশান্ত দুপুরের ঝমঝম বৃষ্টি,
থামিয়ে দিয়ে যায় প্রকৃতির মাতামাতি ;
স্তব্ধ অবকাশে ইচ্ছা হয়
তোমায় কাছে ডাকি-
তোমাকে ডাকা হয়না হায়;
আসলে তুমি আমি সবাই অসহায় ।।
নিঝুম রাতে একলা জাগি,
ভাঙনের শব্দ ভেসে আসে দূরবহুদূর;
বেলা শেষে ভালবাসার
বাঁধি মিলন সুর-
সে সুর শোনান হয়না হায়;
আসলে তুমি আমি সবাই অসহায় ।।
গ্রীষ্মের পরে বষর্া আসে,
দিনগুলো যায় রাতগুলোও যায়;
পলাশ, শিমুল, স্বর্ণচূড়ারা ফুটে আবার ঝরেও যায়
তোমার অপোয়-
অপোর পালা শেষ হয়না হায়;
আসলে তুমি আমি সবাই অসহায় ।।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




