দিনটা এলোমেলা তোমাকে ছাড়া
যেন ঝড়ের আক্রোশে পড়া এক পাখি ছন্নছাড়া,
দিনটা এলোমেলা তোমাকে ছাড়া
যেন গোধুলী বেলায় বসে কেউ সাথী হারা।।
দিনটা এলোমেলা তোমাকে ছাড়া
অসহ্য এই ঝর ঝর শ্রাবণ ধারা-
দিনটা এলোমেলা তোমাকে ছাড়া
তুমি আছো সুখে একাকী আত্মহারা ;
দিনটা এলোমেলা তোমাকে ছাড়া
এসো তবে আকুল হই দুজনে বাধনহারা ।।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




