প্রশ্রাব করার পেশিসমূহ দৃঢ় ও শক্তিশালী না থাকলে সহজে উক্ত অঙ্গে ইনফেকশন হতে পারে। স্ফিংকটার ও পেলভিসের পেশির কার্যক্ষমতা হ্রাস পেলে প্রশ্রাবের উপর রোগীর নিয়ন্ত্রণ থাকে না। মূত্রনালীতে কোনরূপ অসুস্থতা ও আঘাতজনিত কারণে কিডনিতে ছাঁকন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় অথবা মূত্র চলাচলের পথে প্রতিবন্ধকতা দেখা দিতে পারে। তাতে অনেকে প্রশ্রাবের রাস্তায় হালকা থেকে তীব্র জ্বালাপোড়া অনুভব করে। গণোরিয়া, প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি এবং ইউরিনারি ব্লাডারে পাথর হলে প্রশ্রাবে জ্বালাপোড়া হতে পারে। বিশেষ করে গ্রীষ্মকালে এ ধরণের সমস্যা বেশি দেখা যায়। এ সমস্যা নিরসনে আপনি নিচের চিকিৎসা গ্রহণ করতে পারেন:
প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি খাবেন। ডায়াবেটিস না থাকলে আখ চিবিয়ে খেতে হবে। ৪ চা চামচ পাথরকুঁচি পাতার রস ১ গ্লাস পানিতে গুলিয়ে দিনে কমপক্ষে ২ বার পান করবেন।
পর্যাপ্ত পরিমাণ লেবুর শরবত খাবেন।
বাসক পাতার রস, দুর্বার রস, আখের রসসহ দৈনিক ৩ বার ১ গ্লাস পানিসহ সেব্য।
যোগাযোগ: ৩নং বাঁশবাড়ী রোড (২য় তলা), (সাত মসজিদ মার্কেট ও আল্লাহ্ করিম মার্কেটের পশ্চিম পার্শে¦), মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
মোবাইল: +880 1716 064303.
ইমেইল: [email protected]
[email protected]
ফেসবুক: http://www.facebook.com/kolikataherbal
ব্লগ: http://www.kolikataherbalcare.blogspot.com

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




