নিমের গুণ অপরিসীম। নিমের বহুবিধ এবং ব্যাপক ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিমকে গ্রাম্য ডাক্তার হিসেবে আখ্যায়িত করেছেন। আমাদের গ্রাম-গঞ্জ থেকে শুরু করে রাজধানীতেও অনেক মানুষ চর্মরোগ দূর ও রূপচর্চাসহ নানাবিধ কাজে নিম ব্যবহার করে আসছে। নিমের বীজ পাতা-ছাল-কাঠ সবই উপকারী।
১. চুলকানীসহ যে কোন চর্মরোগ : নিম পাতা ২ ভাগ+কাঁচা হলুদ ১ ভাগ বা শুধু নিম তৈলের সাথে অল্প পরিমাণ সরিষার তৈল মিশিয়ে রাতে শোবার পূর্বে লেপে দিতে হবে।
২. কৃমিতে : বাচ্চাদের জন্য ৫-১৫ ফোঁটা পাতার রস পানির সাথে মিশিয়ে সকালে খালিপেটে খেতে হবে। বড়দের জন্য ১ চা চামচ রস পানি মিশিয়ে সকাল-বিকাল ৩/৪ দিন খেতে হবে।
৩. যকৃত বা লিভার ব্যথায় : নিম ছাল ১ গ্রাম+কাঁচা হলুদ আধা গ্রাম+আমলকীর গুড়ো ১গ্রাম একসাথে মিশিয়ে পানি দিয়ে গুলিয়ে সকালে খালিপেটে খেতে হবে+১সপ্তাহ পর্যন্ত।
৪. জন্ডিসে: বাচ্চাদের জন্য ৫-১১ ফোঁটা, বয়স্কদের জন্য ১ চামচ রস একটু মধু মিশিয়ে খালি পেটে খেতে হবে প্রতিদিন সকালে।
৫. অজির্ণ রোগে: ৪-৫ গ্রাম নিমের ছাল ১ কাপ গরম পানিতে রাতে ভিজিয়ে রেখে সকালে ছেঁকে খালিপেটে খেতে হবে।
৬. ডায়াবেটিস রোগে: ৫টি গোলমরিচ+১০টি নিম পাতা একত্রে সকালে খালি পেটে খেতে হবে।
যোগাযোগ: ৩নং বাঁশবাড়ী রোড (২য় তলা), (সাত মসজিদ মার্কেট ও আল্লাহ্ করিম মার্কেটের পশ্চিম পার্শে¦), মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
মোবাইল: +880 1716 064303.
ইমেইল: [email protected]
[email protected]
ফেসবুক: http://www.facebook.com/kolikataherbal
ব্লগ: http://www.kolikataherbalcare.blogspot.com

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




